Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পুরনো ৫০০ টাকার নোট বদলে মিলবে ৫ থেকে ১০ হাজার টাকা, জেনে নিন কী ভাবে

২০১৬ সালে নোটবন্দির পর সমস্ত পুরনো ৫০০ টাকার নোটই বাজারে পুরোপুরি অচল। লেনদেনের ক্ষেত্রে তার কোনো মূল্যই নেই আর। কিন্তু সেই অচল নোটই আপনাকে দিতে পারে ৫ থেকে ১০ হাজার টাকা। কিভাবে? রইলো বিস্তারিত।

আপনার বাড়িতে যদি পুরনো ৫০০ টাকার কোনো নোট থাকে তা বিক্রী করে পেতে পারেন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। কিছু ওয়েবসাইট থেকে তা করা যায়। এমনই একটি নোটের লেনদেনের ওয়েবসাইট হল ওল্ড ইন্ডিয়ান কয়েনস ডট কম (oldindiancoins.com)।

old five hundred rupees note can give you 5 to 10 thousand rupees

কিন্তু কোন নোটে মিলতে পারে এমন দুর্দান্ত অফার। আসলে ভীষণ সতর্কতার সাথেই নোট প্রিন্ট করে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তা সত্ত্বেও সামান্য ভুলভ্রান্তি থেকে যেতেই পারে। বহু সময়ে কিছু নোট ভুল খুজে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কিছু নোটের সিরিয়াল নম্বর একাধিক বার ছাপা হয়েছে। আবার কিছু সময় নোটের চার প্রান্তের মাপে গন্ডগোল থাকে। চেকিং- এর পর সেই নোট গুলিকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু তাও নজর এড়িয়ে কিছু ভুলভ্রান্তি সহ নোট বাজারে চলে আসে। আর সেই সব নোটের জন্যই বহু সংগ্রাহক যারা এই সমস্ত নোট নিজেদের সংগ্রহে রাখতে চান হাজার হাজার টাকা দিতে রাজি হয়ে যান।

সিরিয়াল নম্বর দু’বার ছাপা হয়েছে, আপনার কাছে যদি এমন ৫০০ টাকার নোট থাকে, তা হলে তা বিক্রী করে আপনি পেতে পারেন ৫ হাজার টাকা। আর যদি এমন নোট থাকে, যার চার প্রান্তের মাপে ভুল রয়েছে, সেই ধরনের নোটের জন্য আপনি ১০ হাজার টাকাও পেতে পারেন। এই নোট বিক্রির জন্য আপনাকে ওল্ড ইন্ডিয়ান কয়েনস ডট কম ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নোট বিক্রেতা হিসেবে আপনার নাম নথিভুক্ত করতে হবে। সেখানে আপনার কাছে থাকা পুরানো ৫০০ টাকার নোটটির একটি ছবি সাইটে আপলোড করে দিন। যে ক্রেতার পছন্দ হবে, তিনি আপনার সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করে নেবেন নোটটি কেনার জন্যে।

Related posts

শারীরিক জটিলতা জন্য হয়ে উঠছেন মারাত্মক সুন্দরী! আবার কেউ বা হয়ে উঠছেন জোকার

News Desk

নিজের কিডনি দান করেছিলেন প্রেমিকার মাকে! প্রতিদানে এক মাসের মধ্যেই ব্রেকআপ

News Desk

শীঘ্রই জন্ম নিতে চলেছে ‘সন্তান’, বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন মার্কিন গায়ক! হতবাক সকলে

News Desk