Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পুজোয় হাতে কার নামে শাঁখা পলা? সিঁথিতে কেন নেই সিঁদুর! নেটিজনদের প্রশ্ন নুসরাতকে

পুজো আসার অনেক আগে থেকেই মানুষ এবছর মেতেছে নুসরাত জাহানে। তুর্কিতে রাজকীয় আয়োজনে বিয়ের মতন অনুষ্ঠান নাকি হয়েছিল কিন্তু বিয়ে হয়নি, এদিকে কয়েক দিনের মধ্যেই মা হয়ে যান তিনি। যশ দাসগুপ্তর সাথে সম্পর্ক আর ঈশানের বাবা কে সেই অনুসন্ধান নিয়ে জেরবার হয়ে গিয়েছিলেন নায়িকা, হয়েছেন নানা মিম পেজের ট্রোলের শিকার। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করলেই একাধিক কমেন্টে ছড়াছড়ি হয়ে যায়। এখন দুর্গাপুজোর মধ্যে নুসরাত একটি ছবি আপলোড করে তার সমাজ মাধ্যমের প্রোফাইলে, আর সাথে সাথে শুরু হয়ে যায় কটাক্ষ। ছবিতে শাড়ি আর শাখা পলা পরে আছেন তিনি। সেখান থেকেই এসবের সূত্রপাত, কার নামের শাখা পলা তিনি পড়ছেন ? 

অনেক দিন ধরেই বিচ্ছিন্ন একপ্রকার নিখিল জৈনের সাথে সম্পর্ক। বিয়ে অস্বীকার একদিকে তো ডিভোর্সের মামলা চলছে অন্যদিকে। এসবের মধ্যে শাঁখা সিঁদুর ছাড়াও দেখা গিয়েছে অভিনেত্রীকে দীর্ঘদিন। তবে এবার নবমীতে আবার বাঙালি বধূরূপে দেখা মিলল নুসরতের শাঁখা পলা পরে। অবশ্য সিঁথিতে সিঁদুর দেখতে পাওয়া যায়নি শাঁখা-পলা থাকলেও।

নবমীতে হলুদ ব্লাউজ, নীল শাড়ি, কপালে লাল টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক –এভাবেই সেজেছিলেন নুসরত। অভিনেত্রী-সাংসদ একাধিক ছবি পোস্ট করেন। অনেকেই তাঁর এই রূপের প্রশংসা করেছেন। তবে প্রশ্ন উঠেছে হাতের শাঁখা-পলা নিয়েও। একজন লিখেছেন, “শাঁখা-পলা পরেছো, কিন্তু কার নামের দিদি সেটাই জানতে চাইছিলাম।” এমন মন্তব্যও করা হয়েছে “মুসলমান হয়ে এই অবস্থা…”,।

নুসরত একটি ছবি শেয়ার করেছেন সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে। উপহারের ডালিতে শাঁখা, পলা, আলতা, আয়না, সিঁদুর কৌটো রয়েছে। রয়েছে ধান দূর্বাও। আর তা দেখেই মনে করা হচ্ছে এবার সিঁদুর খেলা মিস করবেন না অভিনেত্রী-সাংসদ।

Related posts

ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল বাঙালির অতি প্রিয় বোরোলিন! জানেন সেই ইতিহাস

News Desk

টলিউডে শোকের ছায়া! মারা গেলেন বাংলা সিনেমা জগতের তারকা অভিষেক চট্টোপাধ্যায়

News Desk

রান্নায় অতিরিক্ত ঝাল হয়ে গেছে? এই ৪টি সহজ উপায়ে অনায়াসেই কমবে রান্নার ঝাল

News Desk