যেভাবে দিনের পর দিন লকডাউন এ সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে, তাতে করে ট্রেন বা মেট্রো না চালালে খুব দুরাবস্থার শিকার হচ্ছেন তারা। বাসে প্রত্যেক দিন ঝুলে ঝুলে যাওয়া যেন আর সম্ভব হচ্ছে না সাধারণ মানুষের পক্ষে। তাই সব কিছুর কথা মাথায় রেখে কর্তৃপক্ষ স্টাফ স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়নোর সিদ্ধান্ত নিলেন। জানানো হয়েছে, কলকাতায় মেট্রোর সংখ্যা বাড়ছে সোমবার থেকে।
৪০ থেকে বেড়ে ৬২
দৈনিক এ মুহূর্তে মেট্রো চলছে ৪০টি। সেই সংখ্যাকে বাড়িয়ে ৬২ করা হচ্ছে। ২৮ জুন থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। বর্তমানে অফিস টাইমে ১৫ মিনিট অন্তর মেট্রো চলছে সকাল ও বিকেলের। সোমবার থেকে ১১ থেকে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো অফিস টাইমে।
মেট্রোয় শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যাতায়াত করতে পারছেন রাজ্যে কড়া বিধিনিষেধ জারি থাকায়। তবে আরও বেশি সংখ্যক নিত্যযাত্রী এই সুবিধা পাবেন মেট্রোর সংখ্যা বাড়লে ।
নতুন সময়সূচি
আগামী সোমবার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায়, দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে সকাল ৯টার বদলে, শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা মেট্রোরেল জানায়। দিনের প্রথমার্ধ্বে সকাল ১১.১৫টার বদলে শেষ মেট্রো মিলবে ১১.৩০টায় ।
অন্যদিকে, দ্বিতীয়ার্ধ্বে চালু হচ্ছে মেট্রো বিকেল ৩.৪৫-এ। সন্ধে ৬টার বদলে সাড়ে ৬টায় পাওয়া যাবে শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে । রবিবার বন্ধ থাকবে মেট্রো আগের মতোই।