Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অমিতাভ বচ্চনের KBC শোয়ে যোগ দিয়েছেন! ফলে আগামী ৩ বছর মাইনে বাড়বে না কোটা রেলওয়েসের কর্মীর

তিনি গিয়েছিলেন অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati 13) শোয়ে। তার জেরেই আগামী ৩ বছর নাকি মাইনে বাড়বে না রেলকর্মীর। এর জন্য তাঁকে দেওয়া হয়েছে চার্জশিটও বলে খবর।

জানা গিয়েছে, রেলকর্মীর দেশবন্ধু পাণ্ডে (Deshbandhu Pandey) নাম। তিনি কাজ করেন কোটা রেলে (Kota Railway)। দেশবন্ধু অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) অনুরাগী। বহুদিনের স্বপ্ন বিগ বি’র সামনে হট সিটে বসার। চলতি মরশুমে বাস্তবে পরিণত হয় সেই স্বপ্ন। ২৭ অগস্ট রবিবার হট সিটে বসেন দেশবন্ধু অমিতাভের সঙ্গে। খুব ভালো খেলছিলেন এবং তিনি আউট হয়ে যান শো থেকে ১১ নম্বর প্রশ্নের উত্তর ভুল দেওয়ায় । ৩ লাখ ৪০ হাজার টাকা জিতেছেন। তখনও একটি লাইফলাইন ছিল পাণ্ডে-র হাতে। কিন্তু সেটা ব্যবহার তিনি করেননি। শো-র সময় বারবার পাণ্ডেকে অমিতাভের প্রশংসা করতে দেখা গিয়েছে, তিনি নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবেও অমিতাভেরই নাম নিয়েছেন!

অফিসে ছুটির আবেদন জানিয়েছিলেন মুম্বইয়ে গিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে খেলার সুযোগ পেয়েই। শোনা গিয়েছে, সেই আবেদন এখনও মঞ্জুর হয়নি দেশবন্ধুর। পাশাপাশি আর তাঁর কোনও ইনক্রিমেন্ট হবে না বলেও নাকি জানানো হয়েছে আগামী তিন বছর। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় রেলের এই কর্মচারী, এবং তাঁকে শো থেকে জেতা চেক সবাইকে দেখিয়ে নিজের খুশি জাহির করতে দেখা গিয়েছে। আর তিনি সেই ভিডিওতেই সকলকে দেখান ভারতীয় রেলের কাছ থেকে পাওয়া চার্জশিট। এই নিয়ে যদিও তিনি কোনও কথা বলেননি। তবে এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয়েছে কোটা রেলওয়ে কতৃপক্ষের। নিন্দা করেছেন অনেকেই এই সিদ্ধান্তের।

Related posts

মেয়েকে নিজের কাছে রাখার জেদ নাকি অন্য কিছু… পাটনায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা ঘিরে প্রশ্ন

News Desk

সৎ বাবার সাথে প্রেম, পথের কাঁটা মাকে কুপিয়ে হত্যা করলো ২১ বছরের মেয়ে

News Desk

ভারতবর্ষের এই রেলস্টেশনের নেই কোনো নাম! এর পিছনের কাহিনী জানলে অবাক হবেন

News Desk