সারা বিশ্বে বিয়ে নিয়ে অদ্ভুত আচার, অনুষ্ঠান রীতি নীতি কত কি দেখা যায়। প্রতিটি রীতিনীতির নেপথ্যে আছে কিছু কারণ। রীতিনীতি ছাড়াও আজকালকার বিয়েতে অনেক ট্রেন্ড ফলো করা হয়। স্রেফ শখের বশে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে থাকে অনেকে। যেমন এই কাণ্ডটি। একটি বিয়ের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে সবাই অবাক। এতে নববিবাহিত বর-কনেকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। বিষয়টি দেখে আতঙ্কিত সকলে। ছবিতে দেখা বর ও কনে হলেন আম্বার বাম্বির এবং গাবে জেসুপ। বিয়ের পর তারা নিজেরাই দুজনে নিজেদের গায়ে আগুন ধরিয়ে দেয়।
এই দুজনের অবস্থা দেখে অবাক হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে দুজনেই পেশাদার স্টান্টম্যান। দুজনেই হলিউড চলচ্চিত্র হাঙ্গার গেমস মুভিতে দেখানো দৃশ্যটি পুনরায় নিজেদের বিয়েতে নির্মাণ করতে চেয়েছিলেন। বিয়ের পর বর ও কনে নিজেদের আগুন ধরিয়ে দেয় এবং তারা আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসে দৃশ্যটা কিছুটা এমন ছিল। সাধারণত, বিয়ের পরে বর এবং কনের উপর ফুল বর্ষণ করা হয়, তবে দম্পতি এই একঘেয়ে রীতিনীতির পরিবর্তে একটি আকর্ষণীয় কিছু করতে চেয়েছিল।
হলিউডের বিভিন্ন অ্যাকশন ছবিতে স্টান্টম্যান ও নায়ক নায়িকার বডি ডাবল হিসেবে কাজ করেন গ্যাবি জেসপ ও অ্যাম্বর ব্যামবির। কাজের সূত্র ধরেই তাদের আলাপ ও প্রেম। তাই বিয়ের দিনটিকে নিজেদের স্টাইলে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা বিয়ের গাউন পরিহিত কনে হাতে ধরে আছেন একটি জ্বলন্ত ফুলের তোড়া, তার পর সেই ফুলের তোড়া থেকেই আগুন ছড়িয়ে যাচ্ছে বর-কনের শরীরে।
রাস পাওয়েল নামে এক ফটোগ্রাফার এই গোটা বিষয়টিকে ক্যামেরাবন্দি করেছেন। তবে নিজেরা এমন স্টাইল এর সাথে বিয়েতে স্টান্ট করলেও, আমজনতার জন্য নবদম্পতি কিন্তু দিয়েছেন সতর্কবার্তা। তাঁদের বক্তব্য, তাঁরা নিজেরা এই ঝুঁকি পূর্ন কাজের জন্য প্রশিক্ষিত। পাশাপাশি গোটা বিষয়টির তারা বেশ কয়েকবার এক্সপার্টদের উপদেশ নিয়ে পরীক্ষামূলক ভাবে অনুশীলনও করেছেন তাঁরা। কাজেই এক্সপার্টদের তত্ত্বাবধান ছাড়া এই জাতীয় কাজ করা একেবারেই সঠিক নয় বলেই মত তাঁদের।