এখনকার ক্রিকেট আধুনিক যুগের আধুনিক ক্রিকলেট সেখানে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ সব পুরনো ফর্ম্যাট। ক্রিকেটবিশ্বের দক্ষিণ আফ্রিকা বোর্ডের থ্রি-টিমস ক্রিকেট এবং ইসিবির প্রস্তাবিত দ্য হান্ড্রেডের কথাও জানা হয়ে গিয়েছে। ক্রিকেটবিশ্ব ব্যাট-বল হাতে ইন্ডোর ক্রিকেটের ঢংয়ে আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জে ব্যক্তিগত লড়াইও দেখেছে গেইল-যুবরাজদের। এবার নতুন বছরেই সামনে আসতে চলেছে ক্রিকেটের আরও একটা নতুন ফর্ম্যাট।
আগামী বছর আমিরশাহিতে ৯০ বলের অভিনব ক্রিকেট টুর্নামেন্ট ‘নাইন্টি ব্যাশ’ অনুষ্ঠিত হতে চলেছে। ক্রিকবাজের খবর অনুযায়ী ইতিমধ্যেই এমিরেটস ক্রিকেট বোর্ড নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে অনুমোদন দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, আব্দুল রেহমান বুখাতিরের মাথা থেকে নাইন্টি ব্যাশের ভাবনা বেরিয়েছে, যিনি শারজাকে আশি ও নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ক্রিকেটের প্রাণকেন্দ্র করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
গত শুক্রবার নাইন্টি ব্যাশ আবু ধাবিতে সরকারিভাবে আত্মপ্রকাশ করে। এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মুবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যিনি ইসিবির তরফে এই প্রস্তাবিত টুর্নামেন্টটিকে ছাড়পত্র দিয়েছেন। বিজ্ঞপ্তি জারি করে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতি বছর নাইন্টি ব্যাশ টুর্নামেন্টটি আয়োজিত হবে। এই নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতে হবে।
আসলে ১৫ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয় নাইন্টি ব্যাশে কারণ অনেকের মতে ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট টি ছোট মনে হয়।