Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বহু শ্রমে অবশেষে প্রস্তুত নেতাজির গ্রানাইট মূর্তি! রাজধানীর বুকে উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেতাজি সুভাষ চন্দ্র বোসের পূর্ণ মূর্তি বসছে ইন্ডিয়াগেটের সামনে। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক ভাবে মূর্তিটি উন্মোচন করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর ২১ জানুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটের সামনে। আগে অমর জওয়ান জ্যোতি যে ছাউনির তলায় ছিল, সেখানেই বসানো হয়েছে মূর্তিটি।

এক দল শিল্পী একটি দু’লক্ষ ৮০ হাজার কিলোর গ্রানাইট পাথর খোদাই করে মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজের নেতৃত্বে তৈরি করেছেন মূর্তিটি। মূর্তিটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। প্রায় ৬৫ হাজার কেজি ওজন। এর উচ্চতা ২৮ ফুট। মূর্তিটি খোদাই করেছেন শিল্পীরা একটি গ্রানাইট পাথর থেকে।একটি ১০০ ফুট লম্বা, ১৪০ চাকার ট্রাকে করে তেলঙ্গানার খম্মাম থেকে সড়ক পথে দিল্লি আনা হয়েছে মূর্তিটিকে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে এব্যাপারে জানানো হয়েছে,যে মূর্তি উন্মোচনের সময় নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের ‘কদম কদম বড়ায়ে যা’ গানের সুর বাজবে। নেতাজির জীবনের উপর ১০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠান দেখানো হবে শুক্র, শনি ও রবিবার ড্রোনের মাধ্যমে। বিনাখরচে রাত ৮টা থেকে শুরু হতে চলা সেই অনুষ্ঠান দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে বেশি দেরী হয়নি। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এই নেতাজি মূর্তির ছবিতে ভরে গেছে। কেউ বলছেন প্রায় ৮০ বছর সময় লেগে গেলো নেতাজিকে সন্মান দিতে আবার কেউ বলছেন অবশেষে মানুষটি তার যোগ্য সন্মান টা পেলেন। এখানে বলে রাখা ভালো গোটা দেশ আজ খুশি হয়েছে নেতাজি স্ট্যাচু দেখে। এই অনুষ্ঠানে আগত মানুষেরাও আপ্লুত হয়েছেন।

Related posts

ভারতের এই অদ্ভুত গ্রামে মানুষের নাম কংগ্রেস, বিজেপি, সিপিএম! আছে প্রধানমন্ত্রী–‌রাষ্ট্রপতিও

News Desk

মাত্র ১০ মাসের মেয়েকে সন্দেহের বশে মেঝেতে পিটিয়ে খুন বাবার! উৎসাহ দিল ঠাকুরদা ঠাকুমা

News Desk

অদ্ভুত অনুষ্ঠানে চক্ষু ছানাবড়া! এনগেজমেন্টে একে অপরের রক্তপান করলেন মেগান-কেলি জুটি

News Desk