Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কিশোরীর নগ্ন ছবি আর ভিডিয়ো তুলে ফেসবুকে পোষ্ট! অভিযোগের তীর প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে

এক স্কুল ছাত্রী কিশোরীর নগ্ন ছবি, ভিডিও তুলে ফেসবুকে সেই সমস্ত ছবি আপলোড করে এবং ২ লক্ষ টাকা দাবী করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি হুমকি দিয়ে ওই স্কুলছাত্রীর যৌনাঙ্গের ছবিও তোলা হয় বলে ১৪ বছর বয়সী ওই কিশোরীর মায়ের অভিযোগ। অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে। যাদের মধ্যে এক যুবক কিশোরীর পরিচিত। থানায় অভিযোগ জানিয়েছে কিশোরীর মা। ফেসবুকের এই সমস্ত ছবির লিঙ্ক-সহ কিশোরীর মা বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ এর কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী ঘটনাটির সূত্রপাত হয়েছে গত বছরের ছট পুজোর সময়। ছট পুজোর দিন স্কুলপড়ুয়া ওই কিশোরীর বাবা-মা ঘরে ছিলেন না। কিশোরী একাই ছিলেন। এই সুযোগ নিয়ে এলাকার কিছু যুবক সেই কিশোরীর বাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকে সেই যুবকের দল কিশোরীকে অনেকরকম হুমকি দিয়ে ভয় দেখিয়ে তার নানা নগ্ন ছবি, অশালীন ছবি, যৌনাঙ্গের ছবিও তোলে বলে অভিযোগ। সাথে সাথে ব্ল্যাকমেলও করার অভিযোগ এসেছে। জানা গেছে সেই সব যুবকেরা হুমকি দিয়েছিল ২ লক্ষ টাকা না দিলে সেই সমস্ত ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

সম্প্রতি কিশোরীর এই সব নগ্ন ছবিগুলি ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই কিশোরীর পরিবার অভিযোগ জানায় থানায়। প্রথমে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করলেও করা হলেও পরে ওই ছাত্রীর মা ফেসবুকের লিঙ্ক-সহ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বিধাননগর মহিলা থানার পুলিস। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের আওতায় অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া নানা জায়গা থেকে ভিডিওর লিঙ্ক সরিয়ে ফেলতে তৎপর পুলিস। তবে অভিযুক্তরা এখনও ধরা পড়েনি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ইতিমধ্যেই উঠেপড়ে লেগেছে উল্টোডাঙা থানার পুলিশ।

Related posts

সবসময় সাদা শাড়িই কেন পরতেন গায়িকা? নিজেই জানিয়েছিলেন লতা মঙ্গেশকর

News Desk

করোনার জেরে অসমাপ্ত আইপিএল-এর বাকি ম্যাচ কি আমিরশাহিতে? সিদ্ধান্ত বিসিসিআই এর

News Desk

সুখবর ! বিগত ৮৮ দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ ভারতে , কমছে অ্যাক্টিভ কেস

News Desk