ভারতের হয়ে ১৩ বছর পর অলিম্পিক গেমসে (Olympics) সোনা জয়ের স্বপ্নপূরণ করেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)৷ এবারে নীরজ নিজস্ব একটা ‘ছোট্ট’ স্বপ্ন পূরণ করলেন৷ প্রথমবার মা-বাবাকে নিয়ে আকাশপথে সফর করলেন ভারতের সোনার ছেলে ৷
দেশের জাতীয় ছেলে ২৩ বছর বয়সি এই স্টার জ্যাভেলিন থ্রোয়ার টুইটারে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে একটি বিমানে চেপেছেন নীরজ চোপড়া। শনিবার নীরজ চোপড়া নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ছবি পোস্ট করে সকলের সাথে শেয়ার করে নিয়েছেন ৷ তিনি কাপশনে লিখেছেন, ‘‘আজ আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হল যখন আমি আমার মা-বাবাকে নিয়ে প্রথমবারের জন্যে বিমান সফর করলাম ৷’’
শনিবার সোশ্যাল মিডিয়ায় তার নিজের মা-বাবার সঙ্গে নীরজের এই বিমানে যাত্রার ছবি ছড়িয়ে পড়েছে। বিমানে উঠে নীরজ নিজের পরিবারের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাচ্ছে এমনটা দেখা গিয়েছে। নীরজ চোপড়ার মা-বাবা আগে কোনওদিনেও বিমানে ওঠেননি। এই প্রথম তাঁদের বিমানে ওঠার স্বপ্নপূরণ হয়েছে। আর সেই স্বপ্নপূরণ করলেন তাদের সোনার ছেলে নীরজ। তার শেয়ার করা ছবির মধ্যে নীরজের আত্মীয়, বন্ধু এবং কোচকেও দেখা গিয়েছে।
নীরজ চোপড়া এই ছবি পোস্ট করার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে ঘিরে প্রশংসার আর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। তিনি যে ছেলের দায়িত্ত্ব আর কর্তব্য পালন করেছেন, তাতেই মুগ্ধ সোশ্যাল মিডিয়া ইউজাররা।
এবারের টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) জ্যাভলিনে ভারতের হয়ে সোনা জিতেছেন নীরজ ৷ তাও একেবারে অলিম্পিক্ গেম শেষ হওয়ার আগেরদিন ৷ প্রায় ১৩৫ কোটি ভারতবাসীর সোনা জয়ের স্বপ্ন পূরণ করেছেন নীরজ। তারপর থেকেই তাকে ঘিরে মানুষের প্রবল উৎসাহ। জীবনের প্রতিটি কাজ, প্রতিটি ঘটনা এখন বহুল চর্চিত সমর্থকদের মধ্যে। কার্যত তিনি এখন গোটা দেশে ভাইরাল, হট ফেভারিট।
অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণকারী বেশিরভাগ ক্রীড়াবিদরাই বেশ সাধারন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন নিজের প্রতিভার জোরে। তাঁদের প্রত্যেকের অনেক স্বপ্নই পূরণ করার আশা থাকে ছোট থেকে। আর সেই সব প্রত্যাশা বা স্বপ্ন তখনই পূরণ হয় যখন তাঁরা জীবনে কিছু অর্জন করতে পারেন। বেশিরভাগ মধ্যবিত্তের কাহিনীও কিছুটা একই রকমের। দেশকে সোনার মেডেল এনে দিয়ে সে নিজের মাতৃভূমি ও নিজের পরিবারকে এনে দিয়েছে সন্মান। তিনি ইতিমধ্যেই গর্বের এক ভারতীয়। এবার দেশের পর তিনি নিজের মা-বাবার কিছু অপূর্ন স্বপ্নপূরণ করলেন।
সোনা জয়ের পর থেকেই কার্যত নীরজের জীবন পাল্টে গেছে। এখন ব্যস্ততা চরমে। কোনও না কোনও অনুষ্ঠান, ইভেন্টে তাকে উপস্থিত হতে হয় তাকে। আর তাই পরিবারকে দেওয়ার মত বা তাদের সাথে সময় কাটানোর মত মতো অবসর বের করাই জটিল হয়ে পড়ে কখনও কখনও। অন্যদিকে কেরিয়ারের শুরুর দিকেই বড় সাফল্য পেয়েছেন এই জ্যাভলিন থ্রোয়ার। এখন তার লক্ষ্য ভারতের হয়ে আরও পদক জিতে আনা।