Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কে ঠিক কেমন ধরনের মানুষ? নখের আকারই বলে দেবে মানুষের চরিত্র! মিলিয়ে দেখে নিন

আপনি কি ম্যানকিয়র করতে খুব ভালোবাসেন? আপনার নখে রং বেরঙের ডিজাইন করা পছন্দ? আপনার এই প্রিয় নখ কিন্তু আপনার চরিত্রের বর্ণনা দেয় তা কি জানেন? তাই নতুন কোনও ব্যক্তির সাথে পরিচয় হলে তার নখের দিকে তাকিয়ে দেখে জেনে যেতে পারেন তার চরিত্র কেমন।

যার চৌকো ধরনের নখ:

যাঁদের চৌকো নখ, কঠোর পরিশ্রমী হন তাঁরা। দায়িত্বশীল ও নেতৃত্বের ক্ষমতা সহজাত এঁরা। এঁরা সময়ের কাজ সময়ে শেষ করতেই ভালোবাসেন।

চওড়া ও সমান নখ:

যাঁদের চওড়া ও সমান নখ , পরিস্কার মনের হন তাঁরা। ভালোবাসেন ভেবেচিন্তে কাজ করতে। তাঁরা ভালো ভাবে ভেবে নেন যে কোনও কাজ করার আগে বা সিদ্ধান্ত নেওয়ার আগে। এঁদের খুব ভালো লাগে নতুন কাজ করতে।

ছোট ও অসমান:

যাঁদের ছোট ও অসমান নখ, কোনও অন্ধকার অতীত আছে তাঁদের জীবনে । মাঝেমধ্যেই তাঁরা অধৈর্য ও বিরক্ত হয়ে ওঠেন সেই সব ঘটনার স্মৃতির ফলে। এঁরা অনেক কথা গোপন করে রাখেন নিজেদের মনের মধ্যে।

ছোট ও গোল:

নখ ছোট ও নখের মাথাটা গোলাকার হয় যাঁদের, মানসিক ভাবে মোটেও দুর্বল প্রকৃতির নন তাঁরা। প্রতিদিন এঁদের মধ্যে নতুন কিছু করার তাগিদ কাজ করে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সৃজনশীল মানসিকতার এই মানুষরা । এঁদের শখ অ্যাডভেঞ্চার। এঁদের রক্তে ভয় নেই। আর কোনও বিষয়ে একবার মন স্থির করে ফেললে, এঁরা কোনও কিছুর বাধা মানেন না।

তিনকোণা:

নখ তিনকোনা ধরনের যাঁদের, তাঁরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসেন সাধারণত । তাঁরা কী চান, তাঁদের স্বচ্ছ্ব ধারণা রয়েছে সেবিষয়ে। এঁরা আবেদপূর্ণ হন খুব। কোনও কাজে হাত দেওয়ার আগে ভেবে নেন চালাক, চটপটে এই মানুষরা।

লম্বা ও চৌকো:

যাঁদের লম্ব ও চৌকো নখ, সামাজিক মেলামেশা করতে ভালোবাসেন তাঁরা। মানসিক ভাবে এঁরা খুব সবল হাসিখুশি প্রকৃতির হলেও । এঁদের স্পষ্ট ধারণা রয়েছে নিজেদের কাজ সম্পর্কে এবং এঁরা থামেন না নিজের লক্ষ্যে পৌঁছনোর আগে।

লম্বা ও গোল:

যাঁদের এই ধরনের নখ, অত্যন্ত সৃজনশীল হন তাঁরা। এঁরা কল্পনাপ্রবণ ও সৌন্দর্যের পূজারী। এঁদের ধাতে অহঙ্কার নেই। এঁরা মাঝে মাঝে অনেক কাজের দায়িত্ব নিয়ে ফেললেও, সব কাজই সুষ্ঠু ভাবে সমাধান করেন।

ছুঁচলো নখ:

নখের মাথা যাদের ছুঁচলো, জীবন পরিপূর্ণ ভাবে বাঁচেন তাঁরা। এদের কাছে জীবনের অন্য নাম আনন্দ, মজা। কোনও খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলেও, এরা প্রতিকূলতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে জানে জীবনে চলার পথে।

Related posts

আবারও কাঁপন ধরাচ্ছে করোনা! মহারাষ্ট্রে একদিনেই সংক্রমণ বাড়লো ১০৩%, ভরছে হসপিটাল

News Desk

১০ বছর ধরে জাদুকর সেজে খেলা দেখিয়ে বেড়াতেন! আসল পরিচয় ফাঁস হতেই ছড়ালো চাঞ্চল্য

News Desk

ভারতবর্ষের এই রেলস্টেশনের নেই কোনো নাম! এর পিছনের কাহিনী জানলে অবাক হবেন

News Desk