Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মুসলিম হয়ে অন্য ধর্মে বিয়ে করা পাপ এবং দুঃখজনক ঘটনা, ফতোয়া মুসলিম ল বোর্ডের!

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personal Law Board) মুসলিম মহিলাদের অন্য ধর্মে বিয়ে (inter-faith marriage) করা নিয়ে ফতোয়া জারি করল। যদি অন্য ধর্মে মুসলিম মহিলারা বিয়ে করেন, ল বোর্ড (AIMPLB) জানিয়েছে তবে শরিয়ত মতে তা মহা পাপ। এই পাপ কাজ কোনও ভাবেই করা উচিত নয়। ইসলাম ধর্মের অনুশাসনের মধ্যে থেকেই বিয়ে করা উচিত মুসলিম (Muslim community) মহিলাদের।

শুধু মুসলিম মহিলাদেরই নয়, মুসলিম পুরুষদেরও (Muslim youth) ইসলাম ধর্মের মহিলাদের বিয়ে করা উচিত শরিয়া আইন (Sharia Law) অনুযায়ী। কারণ ল বোর্ডের দাবি ভিন ধর্মে বিয়ে করার অনুমতি ইসলাম দেয় না বলে। এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে AIMPLB- এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানী। সংগঠনের এই অভিমত জানিয়েছেন মৌলানা খালিদ সাইফুল্লা রহমানি যিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক। শরিয়া আইনের নথি পেশ করে খুব স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন যে মুসলিমদের ক্ষেত্রে অনৈতিক, অমুসলিমদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তাঁর সাফ কথা, শরিয়া মতে অবৈধ এবং দুঃখজনক মুসলিম-অমুসলিম বিয়ে। এই ধরণের ঘটনা রুখতে মৌলানা খালিদ সাইফুল্লা রহমানি সকল পিতামাতা, মৌলানা, মাদ্রাসা এবং সাধারণ জনগণের কাছে আবেদন জানিয়েছেন ।

নিজের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক শরিয়া আইনের একটি প্রতিলিপি তুলে ধরেছেন। বাড়িতে পিতামাতার শিক্ষা বা ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি এই ধরণের ঘটনা ঘতে থাকে বলে দাবি করেছেন। মূলত মুসলিম মেয়েদের অমুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে রুখতেই মৌলানা খালিদ সাইফুল্লা রহমানি এই মন্তব্য করেছেন। এই প্রকারের ঘটনা ঘটলে ওই মেয়েটিকে তিনি অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলেও জানিয়েছেন।

ইসলামে ধর্মের কারণে জিহাদের কথা উল্লেখ রয়েছে। হিংসার পথ এড়িয়ে অনেক মুসলিম পুরুষ ভালবাসার বন্ধনে আবদ্ধ করে অমুসলিম মেয়েদের বিয়ে করে। যা পরিচিত লাভ জিহাদ বলে। ভারতের একাধিক রাজ্যে এর বিরুদ্ধে আইন জারি হয়েছে। উল্লেখযোগ্যভাবে বিজেপি সেই সকল রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে। এরই মাঝে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে নয়া নির্দেশিকা জারি করা হল। যা কার্যত কাঠগড়ায় তুলছে লাভ জিহাদকেই।

Related posts

১৬ বছরের মেয়েকে বিয়ে করার জেদ ৫৫ বছরের ব্যাক্তির! না বলায় গলায় ধারালো অস্ত্রের কোপ

News Desk

আর গাড়ী বা বাস নয়, এক কোটি টাকা জমা রাখলেই মিলবে গোটা একটা ট্রেন ভাড়া

News Desk

শেষ ৭ দিনের লড়াই! মারা গেলেন কপ্টার দুর্ঘটনার শেষ জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

News Desk