Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টিকার ২টো ডোজ সম্পূর্ন, তাও ৩ বার করোনা আক্রান্ত চিকিৎসক! নতুন স্ট্রেনের আশঙ্কায় বিশেষজ্ঞরা

করোনা টিকার কার্যকারিতা ঠিক কতটা? এই নিয়ে তর্ক বিতর্ক চলছেই। করোনাভাইরাসের নানা প্রজাতি আসছে—ডেলটা, ডেলটা প্লাস, কাপ্পা, ল্যাম্বডা আরও কত কী! এ নিয়ে ভ্রান্তির শেষ নেই। পাশাপাশি করোনা টিকা এই সমস্ত নিত্য নতুন স্ট্রেনের বিরুদ্ধে টিকা কতোটা কার্যকরী সেই নিয়েও চলছে গবেষনা। এই বিষয়ে নতুন করে বিতর্ক বাড়ালো মুম্বাইয়ের এক ডাক্তারের শরীরের করোনা সংক্রমন। টিকার দুটি ডোজই সম্পূর্ন। তাও তিন বার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিনি। তার ঘটনা ধাঁধায় ফেলছে দেশের তাবড় তাবড় চিকিৎসকদের।

তিন লাখের নিচে নামলো দৈনিক আক্রান্তের সংখ্যা, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যুর হার

ঠিক কি হয়েছে ২৬ বছর বয়সী ওই তরুণী চিকিৎসকের সাথে। জেনে নিন।

ওই ডাক্তারের নাম শ্রুতি হালারি। করোনা অতিমারির প্রথম ঢেউয়ের সময় থেকেই ওই তরুণী মুম্বইয়ের মুলুন্দ এলাকার বীর সাভারকার হাসপাতালের কোভিড ওয়ার্ডে ডিউটিতে নিযুক্ত ছিলেন। গত বছরের ১৭ই জুন তিনি প্রথমবার নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সেই সময় প্রায় উপসর্গহীন ছিল তার সংক্রমন। করোনা কে হারিয়ে সেরে ওঠেন তিনি। এরপর, এই বছর অর্থাৎ ২০২১ সালের ৮ই মার্চ এবং ২৯শে এপ্রিল, নিজের পুরো পরিবার সমেত অক্সফোর্ডের করোনা টিকা কোভিশিল্ড-এর দুটি ডোজ নিয়েছিলেন ডা. শ্রুতি হালারি। কিন্তু, করোনা টিকা তাঁকে এই মারণ ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারেনি। এর ঠিক এক মাস পর, ২০২১ সালের ২৯শে মে ডা. শ্রুতি আবারও জন্য করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। যদি দ্বিতীয়বারেও তার করোনা হালকা উপসর্গ ছিল, বাড়িতে থেকেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

Zydus Cadila Seeks Approval For Its non syringe COVID Vaccine

যদিও বেশিদিন সুস্থ থাকতে পারেননি তিনি। তৃতী়বারের জন্যে জুলাইয়ের ১১ তারিখ ফের কোভিড রিপোর্ট পজিটিভ আসে শ্রুতির। এবার শ্রুস্তির সাথে সাথেই করোনা সংক্রমিত হয় গোটা পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, তাদের সুস্থ করতে রেমডেসিভির ইঞ্জেকশন দিতে হয়। অক্সিজেন সাপোর্ট লাগে শ্রুতির ভাইয়ের।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন কখনও সম্পূর্ন রক্ষা করতে পারে না। কিন্তু সংক্রমণকে জটিল আকার নিতে দেবে না। ইতিমধ্যেই শ্রুতির পরিবারকে হাসপাতালে রেখে চিকিৎসা করা হয়েছে। ভাই এবং দিদির শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা। দু’জনের দেহে কোভিডের কোন ভ্যারিয়েন্ট আক্রান্ত করেছে তা গবেষণা করে দেখতে চাইছেন তাঁরা।

Related posts

ফুচকা খেয়ে এক দিনেই পেটে ব্যাথায় হাসপাতালে পৌঁছলেন ৭১জন! আটক ফুচকাওয়ালা

News Desk

অনলাইন ক্লাস চলাকালীন কলেজ অধ্যাপকের অশালীন কাজ! বরখাস্ত হতে হল চাকরি থেকে

News Desk

২ দিন যেতে না যেতেই করোনা দৈনিক সংক্রমন পার করলো ৪০ হাজারের গন্ডি, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

News Desk