Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগ্ন দিদির ভিডিও রেকর্ডিং! ঘটনার ভয়াবহতায় অবাক পুলিশকর্মীরাও

যত দিন যাচ্ছে যেন অধঃপতন হচ্ছে আমাদের সমাজের। মানুষের যৌনতা নিয়ে উন্মত্ত লালসা কতটা ক্ষতি করছে সমাজের , তার প্রচুর উদাহরণ পাওয়া যাচ্ছে। ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা এত বেশি হচ্ছে যে প্রতিদিন এরকম ঘটনা সামনে আসছে। আর এই ধর্ষণের যে কত নির্মম ঘটনা হতে পারে তা ভাবলেও শিউরে উঠছে মানুষ। এরকমই এক ঘটনা ঘটেছে মুম্বইয়ের ধারাভিতে (Dharavi Mumbai) অঞ্চলে , যা সামনে আসতে পুলিশরা নিজেরাও হতবাক। নিজের দিদির সাথে ভাইরা যে এরকম নৃশংস কাজ করতে পারে, সেখানকার মানুষদেরও যেন বিশ্বাস হচ্ছে না। পুলিশের এক অফিসার জানিয়েছেন যে, বছর কুড়ির এক তরুণীকে মুম্বইয়ের ধারাভিতে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নির্যাতিতার দুই ভাইয়ের উপরেই। পুলিশ সূত্রে খবর, ছুরি সামনে রেখে রীতিমতো ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে রবিবারই ভিলে পার্লের বাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

থানার ওই পুলিশ আধিকারিক বলেছেন , “ আগে ধারাভিতেই থাকত দু’জন অভিযুক্ত। সম্প্রতি তারা সেখানে গিয়ে ছুরি দিয়ে ভয় দেখায় এবং ওই তরুণীকে ধর্ষণ করে।” ওই মুহূর্তে তরুণীর বাড়িতে আর কেউ ছিলনা। ওই নির্যাতিতার নগ্ন ছবি ও ভিডিও তুলে রাখে তারা, এরপর ওই তরুণীর ভিডিয়োও দেখিয়ে তরুণীকে হুমকি দেওয়া হয় যে বাইরে কাউকে যদি কিছু সে জানায় , তাহলে এই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে।” ওই পুলিশ আধিকারিক আরও বলেছেন যে , “ওই এলাকায় থাকা ১০০ টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেলে পুলিশ এবং তা দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে অভিযুক্তদের বিষয়ে। সেই তারপর সূত্রের মারফত খবর পেয়ে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির গণধর্ষণের ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এমনকী মামলা রুজু করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনে।” বর্তমানে ওই অভিযুক্তদের ধারাভি থানায় রাখা হয়েছে।

Related posts

দেশের দৈনিক সংক্রমনে স্বল্প হ্রাস, উদ্বেগ বাড়িয়ে ক্রমশঃই বাড়ছে অ্যাকটিভ কেস

News Desk

ভাতঘুমে আসক্ত শুধু বাঙালিরাই নয়, পৃথিবীর আরো এই দেশগুলিতেও রয়েছে ভাতঘুমের চল

News Desk

বাংলাদেশে বিশ্বের সব চেয়ে ছোট গরুকে দেখতে ভিড়, গিনেস বুকে নাম চিন্তা ভাবনা মালিকের

News Desk