Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বৃদ্ধের সাথে ঘনিষ্ঠ মধ্যবয়স্কা মা! ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল মেয়ের

প্রণয়ের ফাঁদে ফেলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তুলে এক বৃদ্ধকে ব্ল্যাকমেল করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল মা এবং মেয়ের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas)  নরেন্দ্রপুরের (Narendrapur) মিশনপল্লি থেকে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত মা ও মেয়েকে। জানা গেছে বৃদ্ধকে বাড়িতে ডেকে এনে তার সাথে ঘনিষ্ঠ হয়ে ভিডিও তুলে সেগুলি ইন্টারনেটে আপলোড করার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। তাদের হুমকির মুখে পড়ে দু লক্ষ টাকা দিয়ে দেন ওই প্রৌঢ়। কিন্তু তারপরে বেড়ে যায় হুমকির পরিমাণ, চাওয়া হয় আরো টাকা। তারপরই পুলিশের কাছে যান ওই ব্যক্তি। মা এবং মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত মা ও মেয়ের নাম মহালক্ষ্মী মুখোপাধ্যায় ও সুচেতা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মধ্যবয়স্কা মহালক্ষ্মী মুখোপাধ্যায় আলাপ জমায় বারাকপুর নিবাসী (Barrackpore) বছর ষাটেকের এক বৃদ্ধের সঙ্গে। আলাপ বেড়ে দাঁড়ায় প্রণয়ে। এরপরেই নানা অজুহাতে তাকে বাড়িতে ডাকে ওই মহিলা। বাড়িতে ডেকে সুযোগ বুঝে ঘনিষ্ঠ হন মহালক্ষ্মী। আর সেই ঘনিষ্ঠ মুহূর্ত এর ভিডিও মোবাইলে রেকর্ড করে সুচেতা।

এরপরই শুরু হয় বৃদ্ধকে ব্ল্যাকমেইল। ভয় দেখানো হয় ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার। বৃদ্ধের থেকে ১০ লক্ষ টাকা দাবি করে ওই মা ও মেয়ে। প্রাথমিক হুমকির মুখে ২ লক্ষ টাকা দিয়েও দেন বৃদ্ধ। কিন্তু তাতে থামে না ব্ল্যাকমেইল। ক্রমশ টাকার জন্য বৃদ্ধের উপর বাড়তে থাকে উত্তরোত্তর চাপ। অবশেষে আর উপায় না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানান ওই বৃদ্ধ।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। জানা গেছে অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য অভিযুক্ত মহালক্ষ্মী নামক মহিলার জামিন মঞ্জুর করেছে আদালত। অভিযুক্ত মেয়ে সুচেতা কে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Related posts

ব্যাঙ্কে থেকে বাড়ী ফেরার পথে প্রাক্তন স্বামীর হামলার মুখে স্ত্রী! মালদায় ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

News Desk

এই দোকানে মেলে বিনা পয়সায় কেক! কি কারণ জেনে প্রশংসা আইএএস অফিসারের

News Desk

ভারতবর্ষের শেষ রেল স্টেশন! কোথায় অবস্থিত এই স্টেশন জানেন কি?

News Desk