সাইবার ক্রাইমের শিকার হলেন তরুণী। ছবি বিকৃত করে তরুণীর মুখ পর্নোগ্রাফির ভিডিও তে বসিয়ে পাঠানো হল তারই সহকর্মীদের কাছে। জানা গিয়েছে দাবি মতন টাকা না দেওয়াতেই তার বিকৃত ছবি পাঠিয়ে দেওয়া হল তার অফিসের সহকর্মীদের কাছে, আপলোড করা হয় সোশ্যাল মিডিয়াতেও।
জানা গিয়েছে, ওই তরুণী ব্যারাকপুরের টিটাগরের (Titagarh) বাসিন্দা। তরুণীর বক্তব্য অনুযায়ী, তার মোবাইলে টাকার প্রলোভন সমেত একটি লিঙ্ক এসেছিল। ফোনে আসা সেই লিঙ্ক ক্লিকই হল বিপত্তি। কৌতূহলবশত সেই লিঙ্কে ক্লিক করতে তাঁকে জানানো হয় যে, তিনি প্রচুর টাকা নাকি ঋণ নিয়েছেন। সেই তরুণীকে নাকি সেই টাকা দিতে হবে তৎক্ষণাৎ। প্রথম সেই তরুণী বিষয়টিতে এতটা গা করেনি।
কেননা তিনি কোনো টাকা পয়সা ধার করেনি। কোথাও তাঁকে ভুয়ো লিঙ্কে ফাঁসানো হয়েছে সেটা ভালোই বুঝতে পেরেছিলেন। কিন্তু তরুণীর অভিযোগ, এরপরই তাঁকে পাল্টা হুমকি দেওয়া হয় যে টাকা না মেটালে তাঁর ছবি বিকৃত করে পর্ন ভিডিওতে (Porn Video) বসিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেওয়া হবে। অভিযোগ, এরপরেই পর্ন ফুটেছে বসানো তার বিকৃত ছবি (Morphed Picture) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। এটি চোখে পড়ার পর কার্যত দিশাহারা ওই তরুণী। ভয়ংকরভাবে মানসিক আঘাত পেয়েছেন ওই তরুণী।
তিনি জানিয়েছেন এই ধরনের বিকৃত ছবির কারণে তিনি নিজের এলাকাতেও বেরোতে স্বচ্ছন্দ বোধ করছেন না। এমনকি অভিযুক্তরা পর্ন ফুটেছে তার ছবি বসিয়ে সেই বিকৃত ছবি তার পরিচিত এবং অফিস কলিগদের কাছেও ছড়িয়ে দেয়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই তরুণী অভিযোগ দায়ের করেছে টিটাগড় থানা এবং ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অবশ্য এখনো ধরা পড়েনি অভিযুক্তরা।