Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সকাল থেকেই আকাশ মেঘলা দক্ষিণবঙ্গের, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ, জারি সতর্কতা

আজ সকাল থেকেই মুখভার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশগুলির। বঙ্গোপসাগরে তৈরী নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে আগামী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই নিম্নচাপের হাত ধরেই এই রাজ্যে ১১ জুন প্রবেশ করবে বর্ষা।

monsoon coming in West Bengal

উত্তর বঙ্গোপসাগরে তৈরী হয়েছে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। আর তার কারণে আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের কারণে আগামী বেশ কিছুদিন পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জারি করেছে ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে মধ্যভারতেও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এই নিম্নচাপের ফলে পূর্ব ভারতের একাধিক রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিমের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুক আরও সক্রিয় হবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে রাজ্যে। এইসঙ্গে সম্ভবনা রয়েছে প্রবল বজ্রপাতের ৷ এমন পরিস্থিতিতে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় কলকাতা পুরসভা এবং রাজ্যের সব জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

এই দুর্যোগের জেরে মৎসজীবিদের উদ্দেশ্যে আগাম সতর্কতা জারি করা হচ্ছে। তাদের আগামী কিছুদিন সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।

Related posts

বয়ফ্রেন্ড থাকার পরও জড়িয়ে পড়ে অন্য সম্পর্কে! হৃদয় ভাঙতে এক নম্বর এখানকার মেয়েরা

News Desk

স্বামী-স্ত্রীতে ‘ছুরোছুরি’! একজনের কাটলো গলা, অপরজনের পেটে চাকু, ভয়াবহ দৃশ্য ঘরে

News Desk

মধুচক্রের পর্দা ফাঁস পুলিশের! আটক তিন মহিলার মধ্যে একজন মুম্বই অভিনেত্রী! ঘটনায় চাঞ্চল্য

News Desk