Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে প্রৌঢ়, প্রাণ বাঁচাল রেলের ‘মহিলা RPF টিম’

রেলে সুরক্ষা নিয়ে হাজারো প্রশ্ন ওঠে প্রায়ই। বিশেষ করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করার মতো ঘটনাও ঘটে চলে মাঝে মধ্যেই। কিন্তু ভারতীয় রেলের এমন এক পরিষেবা আছে যা নারী সুরক্ষায় খুব ভালো কাজ করছে।

‘মেরি সহেলি’ (Meri Saheli) পরিষেবা রেল সফরে মেয়েদের সুরক্ষায় চালু হয়েছে। আরপিএফের (RPF) এই মহিলা টিম একা সফরে মেয়েদের ভরসা যোগায়। মহারাষ্ট্রের বাসিন্দা এক প্রৌঢ় তাদের তৎপরতায় এদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচলেন। ওই প্রৌঢ় মেদিনীপুর স্টেশনে (Mdinapore Rail Station) ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। ‘মেরি সহেলি’ টিমের দুই সদস্য ও এক এএসআই (ASI) মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগেই তাঁকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনাটি ঘটে মেদিনীপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে রবিবার শেষ রাতে। হঠাৎই চলন্ত অবস্থায় হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস (Howrah Chakradharpur Express) থেকে নামার চেষ্টা করেন এক প্রৌঢ় স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা গিয়েছে। কিন্তু শরীরের ভাসসাম্য হারান তিনি। প্লাটফর্ম ও ট্রেনের মাঝের অংশে বেসামাল হয়ে পড়েই যাচ্ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ‘মেরি সহেলি’ টিমের দুই সদস্য সুপ্রিয়া গোড়াই ও শোভা সিংয়ের বিষয়টি নজরে পড়ে। প্রৌঢ়কে বাঁচাতে তাঁরা দ্রুত ছুটে যান। পেছন পেছন ছুটে আসেন এ এস আই বি কে মিশ্র। তিনজন মিলে শেষ মুহূর্তে রক্ষা করেন ওই প্রৌঢ়কে। রেলের ওই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। দুই সদস্যের প্রশংসায় পঞ্চমুখ সকলে আরপিএফ মেরি সহেলি টিমের।

রেল সূত্রে জানা গিয়েছে, আত্মারাম নামদেও বোরদে দুর্ঘটনায় পড়া বছর ৫৫-র ওই প্রৌঢ়ের নাম। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার আম্বেদকরনগরের বাসিন্দা তিনি। আত্মারাম বলেন, “হঠাৎই আমার মাথাটা ঘুরে গিয়েছিল। আমাকে মহিলা পুলিশকর্মীরা বাঁচিয়েছেন। ওঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। সারা জীবন ওঁদের কাছে কৃতজ্ঞ থাকব।”

মেরি সহেলি টিমের সদস্য সুপ্রিয়া গোড়াই বলেন, “ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল সেই সময় ওই প্রৌঢ় ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন। আমরা ছুটে গিয়ে ওঁকে উদ্ধার করি। একজন মানুষের প্রাণ বাঁচাতে পেরে ভাল লাগছে।”   

Related posts

৩ ঘন্টায় আম্বানি পরিবারকে ধ্বংসের হুমকি দেওয়া ব্যাক্তির পরিচয় সামনে আনলো পুলিশ! কে ইনি?

News Desk

দেশজুড়ে অক্সিজেন সংকট মেটাতে বড় পদক্ষেপ নিলো কেন্দ্র। সস্তির খবর শোনালো।

News Desk

একটি ফোনের মাধ্যমেই ঘরে বসেই নিখরচায় হবে করোনা টেস্ট, হেল্পলাইন চালু করলো কলকাতা পুরসভা

News Desk