Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

১৫ বছর ধরে পুলিশ সেজে ঘুরতেন! একদিন ১ মিনিটের ভুল ফাঁস করে দিল জারিজুরি

১৫ বছর ধরে সুচারুভাবে চলতে থাকা মিথ্যা পরিচয় এর অভিনয় যার বিন্দু মাত্রও কেউ অনুধাবন করতে পারেনি, একটি পাবলিক প্লেসে নিজের এক ছোট্ট ভুলে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। বিষয়টা কি? পড়ুন..

পুলিশ অফিসার হওয়ার ভান করার অভিযোগে একজন ব্যক্তি মেরিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় ভুলবশত ধরা পড়েন। আসলে রিপোর্ট অনুযায়ী তিনি একজন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

১৫ বছর সব সুযোগ সুবিধা বেআইনি ভাবে ভোগ করার পর ধরা পড়লেন সেই ভুয়ো পুলিশ অফিসার। অভিযুক্ত ব্যক্তি সদা সর্বদা পুলিশের পোশাক পরে একজন পুলিশ সেজেই ঘুরে বেড়াতেন। সকলের কাছে পরিচয় দেওয়ার সময়েও নিজেকে একজন পুলিশ অফিসার দিতেন। পুলিশ হিসাবে চারদিকে ঘোরার সময়ে লোকজনের কাছ থেকে সভ্রম এবং সুযোগসুবিধাও ভোগ করতেন ওই ভুয়ো পুলিশ কর্মী। কিন্তু একদিন নিজের একটা ছোট ভুল তাকে ধরিয়ে দিল।

কিছুদিন আগেই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। তিনি যখন ওখানে উপস্থিত ছিলেন আচমকাই রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বিল মেটানো নিয়ে কোনো সমস্যা দেখা দেয় ২ যুবতীর। ভুয়ো পুলিশ ওই ব্যক্তি নিজের থেকেই এগিয়ে যান বিষয়টি কি হয়েছে দেখতে এবং তা মীমাংসা করতে। এদিকে রেস্তোরাঁ থেকে খবর গেছিল লোকাল পুলিশে। তারাও চলে আসে ঘটনাস্থলে। তাঁদের সামনেও নিজেকে পুলিশ অফিসার বলে জানান ওই ব্যক্তি। লোকাল থানার পুলিশ যখন জিজ্ঞাসা করে কোন পুলিশ স্টেশনে পোস্টিং আছেন তিনি নিজের বোকামিতে ভুয়ো পরিচয় পত্র আর পুলিশের ব্যাজ বার করে দেখিয়ে দেন। ব্যাস এতেই ফাঁস হয়ে যায় তার জারিজুরি। ধরা পড়ে যান ওই ব্যক্তি। এই ব্যাক্তির নাম অ্যান্টনি টাকসন। নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিতে সদাসর্বদা যে শুধু পুলিশের পোশাক পরতেন তাই নয় সাথে রাখতেন বন্দুক। এমনকি কুকুরও। দীর্ঘ সময় পুলিশের মতন অভিনয় করতে করতে হয়তো ভুলে গেছিলেন যে তিনি পুলিশ নন। তাই শেষমেষ ধরা পড়ে গেলেন তিনি।

Related posts

বিয়েতে এবারে উপহার দিন মহার্ঘ্য পেট্রল-ডিজেল! অভিনব ভাবনা ইন্ডিয়ান অয়েলের

News Desk

ইন্সটাগ্রামে বন্ধুত্ব! বাস্তবে দেখা করতেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার তরুণী! ভাঙলো বিয়ে

News Desk

নিজের ছোট শিশুপুত্র কে বিক্রী করে দিতে চেয়ে ব্যার্থ হয়ে শ্বাসরোধ করে খুন করলেন বাবা

News Desk