Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বহরমপুরের কাণ্ডের ছায়া দিনাজপুরে! প্রেম ভাঙায় নাবালিকা প্রেমিকাকে গুলি করে মারার চেষ্টা যুবকের

মুর্শিদাবাদের বহরমপুরের (Berhampore) কয়েকদিন আগে ঘটে যাওয়া খুনের ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য। প্রেম ভেঙে যাওয়ায় প্রাক্তন সুতপাকে ভর সন্ধ্যায় ছুরি দিয়ে কুপিয়ে মেরেছে সুশান্ত নামে এক যুবক। এবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বংশীহারী ব্লকেও বহরমপুর কাণ্ডের ছায়া। প্রেমের সম্পর্কে ভাঙন ধরায় গুলি চালিয়ে প্রেমিকাকে মেরে ফেলার চেষ্টা করল এক যুবক। এবারে অবশ্য স্থানীয়দের তৎপরতায় বেঁচে গিয়েছেন মেয়েটি। তবে যুবকের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক স্থানীয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি পর রোমিও কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম মানিক হালদার (২২ বছর)। সে কুশমুণ্ডি এলাকার বাসিন্দা তবে বুনিয়াদপুরে মামারবাড়িতেই মূলত থাকত সে। বুনিয়াদপুরেরই ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মেয়ের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সেই সম্পর্কে ভাঙন ধরতে মানিক হালদার নামক ওই যুবক নাবালিকা মেয়েটিকে গুলি করে মারার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় লোকজনের তৎপরতায় মেয়েটি বাঁচলেও তার ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন রাজা দাস নামে এক স্থানীয় যুবক। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে আহত যুবক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital) চিকিৎসারত। ঘটনার তদন্ত চলছে।

এলাকার লোকজন সূত্রে জানা গেছে, বুনিয়াদপুরে মামাবাড়িতে বড় হয়ে ওঠা মানিকের সঙ্গে পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ১৬ বছর বয়সী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এরপরে সে অন্য রাজ্যে কাজ করতে চলে যায়। এই কারণে তাদের সম্পর্কে ফাটল তৈরী হয়। কিছুদিন আগে আবারো মামা বাড়ি আসে মানিক। কিন্তু ততদিনে সে সম্পর্ক ভেঙ্গে যাবার মুখে। এতে ক্রুদ্ধ হয়ে মানিক মেয়েটিকে মেরে ফেলার পরিকল্পনা করে। সেই মতন সে পরিকল্পনা করে। এরপরে বৃহস্পতিবার রাতে নাবালিকা মেয়েটি করে ফেরার পথে তাকে কথা বলার অছিলায় স্থানীয় মসজিদের এলাকায় ডেকে আনে। সেখানে ঝগরা শুরু হয় তাদের। জড়ো হয়ে যায় কিছু স্থানীয় মানুষ। মেয়েটির সাথে ঝগড়া করছে দেখে কিছু মানুষ মানিককে জেরা করে। হঠাৎ করে বন্দুক বার করে স্থানীয়দের দিকে গুলি চালায় মানিক। এতেই একজন আহত হয়। মানিক পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Related posts

হোটেলে বান্ধবীর সঙ্গে সঙ্গম চলাকালীন হঠাৎই সংজ্ঞাহীন ৬১ বছরের বৃদ্ধ! ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

News Desk

মৌমাছির কামড়ে জেলে থাকা যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা! প্রাণ গেল পুলিসকর্মীরও

News Desk

স্ত্রীর পেশা কলগার্ল! জানতে পেরে অশান্তি করতেন স্বামী! কিন্তু তারপরই যা ঘটে গেল

News Desk