Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন বধূ! জানতে পেরে স্বামী নিলেন ভয়াবহ প্রতিশোধ

নতুন প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল গৃহবধূ। আর সেই স্বপ্নকেই হাতিয়ার করে প্রেমিকের সাথে স্বামীর ঘর ছেড়েছিলেন বধূ। বেঁধেছিলেন নতুন ঘর। কিন্তু স্বামীর কাছে খবর যাওয়া মাত্রই ঘটলো বিপত্তি। স্বামী ঘটনায় রেগে দা দিয়ে স্ত্রীর মাথা ফাটিয়ে তাকে প্রাণে মারলেন। এমনই এক নৃশংস ঘটনার অভিযোগ এসেছে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকা থেকে।

মৃত গৃহবধূর নাম রিপা বেগম। বয়স বছর ত্রিশ। স্ত্রীকে খুনের অভিযোগে মৃত গৃহবধূর স্বামী আব্দুল হামিদ মিল্টনকে আটক করেছে বাংলাদেশের এলিট ফোর্স ব্যাব।

তাদের প্রতিবেশীরা জানাচ্ছেন প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পনেরো দিন খানিক আগে এমন ভাবেই একদিন দাম্পত্য কলহ চূড়ান্ত আকার ধারণ করে। অশান্তি হলে মেয়ে সমেত বাড়ি থেকে বার হয়ে যান গৃহবধূ রিপা। লোকমুখে স্বামী খবর পায় মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা এক যুবক গুলজার আহমেদ এর সাথে নতুন ঘর বেঁধেছেন রিপা। সদর উপজেলার গুলজারকেই নিজের স্বামী হিসাবে পরিচয় দিয়ে ঘর ভাড়া হিসাবে নিয়ে বাস করছেন রিপা। এই খবর পাওয়ার পর গত রবিবার রিপার নতুন বাড়ি পৌঁছে যান হামিদ। বাড়ির দরজা বন্ধ করে দিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একসময় অশান্তি চরমে ওঠে আর সেই সময়েই দা দিয়ে গৃহবধুর মাথায় একটা কোপ বসিয়ে দেন হামিদ। রিপার আর্তনাদে ছুটে আসে গ্রামের লোকজন, জড়ো হয়ে যায় ভিড়। তবে ঘরের দরজা খুলে দ্রুত পালিয়ে যায় হামিদ।

সেই সময় রিপার মেয়ে ঘরে ছিল। সে জানিয়েছে সে পাশের ঘরে টিভি দেখছিল। হঠাৎই তার বাবা এসে দরজা বন্ধ করে মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। পরে মায়ের চিৎকার কানে আসে। তারপরই বাবা দরজা খুলে পালিয়ে যায়। গিয়ে দেখি মা জখম ও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। পুলিশ এই খবর পেয়ে তদন্তে নামে। জানা গেছে হামিদকে পুরানো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Related posts

এই পেশার সঙ্গে যুক্ত কর্মীদের শীঘ্রই মিলতে পারে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের সুযোগ

News Desk

দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে অদ্ভুত দর্শন শিশু! কিভাবে সম্ভব? ঘটনায় শোরগোল মুর্শিদাবাদে

News Desk

৫৮ বছর বয়সে চলে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব! হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন এইমসে

News Desk