Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

চার মাস বিয়ে হওয়া ইস্তক বউ বাপের বাড়িতেই বেশী থাকছে.. অবসাদে চরম সিদ্ধান্ত যুবকের

মাস চারেক হয়েছে মাত্র বিয়ের। কিন্তু বউ যে সময়ের মধ্যে বেশিরভাগটাই কাটিয়েছেন স্ত্রী তার বাপের বাড়িতে। এই নিয়ে তীব্র অশান্তিও হয়েছে ওই যুবকের সাথে তার শ্বশুরের, সে সময়েও তিনি তার মেয়েকে নিয়ে যেতে এসেছিলেন। একপ্রকার জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন মেয়ে কে। যেকারণে শোকাচ্ছন্ন যুবক এই চরম সিদ্ধান্ত নিলেন। তার স্ত্রী বাড়ি থেকে যাওয়ার পর মুহূর্তেই বাথরুমে ঢুকে পড়েন ওই যুবক আর সাথে সাথেই ফিনাইল খেয়ে নেন। ফিনাইল খেয়েই তার গলা বুক তীব্রভাবে জ্বলতে থাকে আর তাই বীভৎস আর্তনাদ করতে থাকে ওই যুবক। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি এলাকায়। একরকম আশঙ্কাজনক অবস্থাতেই ওই জয়দেব মাঝি নামের যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

শাস্ত্রীয় মতে ক্যানিংয়ের তালদির জয়দেব মাঝির সঙ্গে মাস চারেক আগে বিয়ে হয় ইটখোলা গ্রাম পঞ্চায়েতের স্বপ্না শিকারীর। ওই যুবকের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ওই যুবতী তার বাপের বাড়ি প্রায়ই যেতেন। পেশায় শ্রমিক জয়দেব এই ব্যাপারটা ভালোভাবে নিতেন না। এমনও হয়েছে কয়েকবার তার স্ত্রী দীর্ঘ দিন পনেরো বাপের বাড়িতে থেকেছেন। জয়দেব বাবু জোর করে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনলেও দিন চারেক থেকেই আবার বাপের বাড়ি ফিরে যেতেন তার স্ত্রী।

জয়দেবের শ্বশুর সোমবার সকালেও গিয়েছিলেন তাঁর বাড়িতে। জয়দেব বাবুর বাড়িতে গিয়ে নিজের মেয়েকে নিয়ে যেতে ছান তিনি। কিন্তু বেঁকে বসেন জয়দেব। অনেক বাধা দিলেও জয়দেব বাবুর কথা অমান্য করে তার স্ত্রী তার বাবার সাথে বাড়ি ফিরে যান। স্ত্রীকে ভালোবাসার কথা জয়দেব বাবু হাসপাতালে শুয়ে থেকেও বলতে থাকেন। তাও কেন তার স্ত্রী তার কাছে আসতে চাননা সেই প্রশ্নই করতে থাকেন তিনি। তার বিরুদ্ধে কোনও অভিযোগও করেননি তার স্ত্রী। তাহলে কিসের সমস্যা?

কিছুই বুঝতে পারছেন না জয়দেব। মানসিক অবসাদে মঙ্গলবার সন্ধ্যায় ফিনাইল খেয়েছেন তিনি। তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করান প্রতিবেশীরাই। ওখানেই চিকিৎসারত তিনি। বেশ রেগে রয়েছেন জয়দেব বাবুর প্রতিবেশীরাও। তাঁদের বক্তব্য, সংসারই যদি না করতে দেন, তাহলে জয়দেবের শ্বশুর কেন মেয়ের বিয়ে দিয়েছিলেন? চিকিৎসকরা বলেছেন, ফিনাইল ওয়াশ করে বার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের ভিতরের অংশ। এখন তাকে পর্যবেক্ষনেই রাখা হবে।

Related posts

২২ বছর বয়সেই ছেড়েছিলেন খাবার, ৪১ বছর ধরে শুধু লেবু-জল পান করে বেঁচে আছেন এক মহিলা!

News Desk

‘একটা মূর্তি বসালেই দেশপ্রেম হয় না!’ নেতাজি মূর্তি নিয়ে কড়া ভাষায় আক্রমণ মমতা ব্যানর্জির

News Desk

২টি গাছ কেটে বিপুল জরিমানার মুখে জঙ্গল মাফিয়া! জরিমানার অঙ্ক শুনলে চমকে যাবেন।

News Desk