Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কথা রাখলাম সোনা, আমি মরে গেলে… বৌদিকে ‘সুইসাইড নোট’ দিয়ে আত্মহত্যা যুবকের

নিজের বৌদির সাথে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছিলেন যুবক। যার কারণে শেষ অবধি দিয়ে দিলেন নিজের প্রাণ। সম্ভাব্য বৌদির বিবাহ বহির্ভূত পরকীয়া এবং দেওরের সাথে সম্পর্ক নিয়ে নানা টানাপড়েনেই আত্মহত্যার পথ বেছে নিলেন এই যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের। পুলিশ ওই যুবকের কাছ থেকে তার বৌদির উদ্দেশ্যে লেখা একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। তথ্য সূত্র- আনন্দবাজার পত্রিকা।

পুলিশ সূত্রে অনুযায়ী, মৃত ওই যুবকের নাম জগন্নাথ বর্মণ। বয়স ২৬ বছর। ওই যুবক পশ্চিম মেদিনীপুরের সবং থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের কুলভেড়ি গ্রামের বাসিন্দা। কিন্তু মূলত সবং থানারই অন্তর্গত মোহাড় পঞ্চায়েতের পূর্ব মোহাড় গ্রামে নিজের পিসির বাড়িতে থেকে পড়াশোনা করে জগন্নাথ। স্নাতক ডিগ্রি কমপ্লিট করে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন ওই যুবক। কলকাতায় চাকরি করলেও মোহাড় গ্রামে নিজের পিসির বাড়িতে মাঝে মধ্যেই যেতেন জগন্নাথ। সেই যাতায়াত সূত্রেই তাঁর কোনো এক বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল জগন্নাথ এর। সম্পর্কের টানাপড়েন ঘটিত কারণেই বুধবার মোহাড় গ্রামে নিজের এক আত্মীয়ের বাড়ি থেকে অল্প কিছু দূরে বিষ পান করেন জগন্নাথ। খবর পেয়ে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ভর্তি করলেও আর বাঁচানো যায়নি। এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা। পুলিশ এই আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

জগন্নাথের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই সুইসাইড নোটে বৌদির উদ্দেশে লেখা রয়েছে কিছু কথা। লেখা আছে, ‘আমি তোমাকে বলেছিলাম, তোমার জন্য জীবন দিতে পারি। কথা রাখলাম সোনা। আমি পারলাম না তোমায় ছেড়ে বাঁচতে। যদি সারা জীবন তুমি আমার একা থাকবে বলতে তা হলে আমি রয়ে যেতাম গো। তুমি এই ভাবে অভিনয় করেছিলে আমি জানতাম না গো। আমি মরে গেলে তোমায় আর অভিনয় করতে হবে না। তুমি ভাল থাকবে, সুখী হবে। এতেই আমি খুশি। তোমার সুখের জন্য আমি সব করতে পারি। কিন্তু তোমায় ছাড়া বাঁচা অসম্ভব। তাই চলে যাচ্ছি। জোর করে তোমার সব কিছু ছিনিয়ে নিয়েছিলাম বলে আবার তোমায় ফিরিয়ে দিলাম।’

তরতাজা এক যুবকের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

দেশে আবারও কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর সংখ্যা। প্রায় একই থাকছে কোভিড গ্রাফ

News Desk

দরকারে গৃহবন্দি, তাও জামিন চান! জেল থেকে বেরোতে চেয়ে আদালতে আবেদন পার্থের

News Desk

টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ চ্যালেঞ্জ নিয়ে ঘনিয়ে আসছে মৃত্যু! প্রাণ হারাচ্ছে বহু তরুণ

News Desk