Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পুরুষাঙ্গে প্রেমিকার নামের আদ্যক্ষর ট্যাটু, সারাজীবনের মত যা ঘটে গেল যুবকের সাথে..!

ট্যাটুর মাধ্যমে নিজের ভালোবাসার মানুষটির নাম দেহের কোন অংশে করা কোনো নতুন ব্যাপার নয়। বহু বছর ধরেই চলে আসছে মানুষের মধ্যে। কিন্তু দেহের যে কোনো অংশ মানে যদি পুরুষাঙ্গ হয় তবে ব্যাপারটা কেমন দাঁড়াবে ? বিশ্বাস করা না গেলেও এমন ঘটনায় এক যুবক নিজেই ঘটিয়েছেন। কিন্তু শুধু মাত্র এখানেই থেমে থাকেনি ঘটনাটা । পুরুষাঙ্গে ট্যাটু করিয়ে অঘটন ঘটিয়েছেন এই যুবক, স্থায়ী অবস্থাতেই ঋজু হয়ে গিয়েছে ওই যুবকের পুরুষাঙ্গের অর্ধেকটা!

ইরানে কেরমানশাহ নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তি নিজের প্রেমিকার নামের আদ্যক্ষর নিজের লিঙ্গে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন। সাথে লেখেন, ‘তোমার যাত্রা শুভ হোক।’ শুরুতে বিষয়টি প্রেমের গভীরতার প্রকাশ বলে মনে হলেও কয়েকদিন যেতেই বিষয়টিকে স্বাভাবিক মনে হয় না তাঁর , ব্যাপারটা একেবারেই মজার নয় । দিন সাতেক পর ট্যাটু করার স্থান থেকে পুরুষাঙ্গ কিছুটা ঋজু হয়ে যায়, পাশাপাশি শুরু হয় ব্যথা। তবে সম্পূর্ণ টা নয়, অর্ধেকটা। যৌন রোগ সংক্রান্ত একটি বিজ্ঞানপত্রে গোটা ঘটনাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

মস্তি নাক কেটে যাওয়ার পরও অবস্থার কোন উন্নতি হয় না আর সেই কারণে ওই ব্যক্তি চিকিৎসকের দ্বারস্থ হতে বাধ্য হন। বেশকিছু পরীক্ষা করার পর পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে জানান, এমন অর্ধদৃঢ় লিঙ্গের কারণ, ‘আর্টেরিওভেনাস ফিশচুলা’। যেটুকু সময় ওই ট্যাটুর সুচ লিঙ্গের একটু গভীরে ঢুকে গিয়েছিল। আর তার থেকেই রক্ত সঞ্চালনের সমস্যা দেখা দেয়। সব মিলিয়ে চিকিৎসকদের বক্তব্য এই ধরনের ট্যাটু গোপনাঙ্গে করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই ধরনের কাজ তাই এড়িয়ে চলাই ভাল।

Related posts

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! এখন কেমন আছেন

News Desk

“আমাদের সাথে চলুন!” পুলিশ ভেবে গাড়ীতে উঠে বিধাননগরে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

News Desk

নীরব ঘাতক হ্যাপি হাইপোক্সিয়া অতর্কিতে উপসর্গহীন আক্রান্তদের প্রাণ কাড়ছে কোভিড এর দ্বিতীয় ঢেউয়ে!

News Desk