সাধারণ খদ্দের সেজে সোনার দোকানে এসেছিলেন একজন ব্যক্তি। তখন দোকানে ছিলেন একজন মহিলা। এসে বললেন সোনার গয়না দেখাতে। পরে তিনি চলে গেলে ওই ব্যাক্তির কীর্তি দেখে মাথায় হাত দোকানদার মহিলার। সিসিটিভি ফুটেজে ধরা পড়লো চাঞ্চল্যকর ঘটনা।
বিজনোরের নজিবাবাদে খদ্দের সেজে আসা এক দুষ্কৃতী সরাফের দোকান থেকে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। এ ঘটনার পর সরাফ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি ঘটেছে মহল্লা চক বাজার এরিয়ায়।
বলা হচ্ছে, এখানে বাটার লাল বাল কিষাণ জুয়েলার্সে খদ্দের হিসেবে আসেন এক ব্যক্তি। সে সময় দোকানে ছিলেন এক ভদ্রমহিলা। তিনি প্রথমে তার সন্তানের জন্য মাদুলি জাতীয় লকেট দেখেছিলেন এবং একটি রৌপ্য মুদ্রা কিনেছিলেন। তারপর তিনি রৌপ্য মুদ্রায় একটি ছিদ্র করে দেওয়ার কথা বললেন যাতে সেই মুদ্রাটি তার সন্তানের গলায় সুতো দিয়ে পড়ানো যায়।
ভদ্রমহিলা সরফ বিন্দু তার সাথে থাকা দোকানের কর্মচারী অঙ্কিত তোমরকে মুদ্রার ভিতরে একটি ছিদ্র করতে পাঠান। তারপর ওই মহিলাকে আরো কিছু ডিজাইনের সোনার গয়না দেখাতে বলে দুষ্কৃতী। মহিলা সরফ তাকে গহনা দেখাচ্ছিলেন। আচমকাই সেই সময় যুবক তার কাছ থেকে গয়নার বাক্সটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে যাওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করে দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে। শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তের হদিশ নেই।