কোন সম্পর্কের ভেতর সন্দেহ ঢুকে গেল তা যেন দিনে দিনে বিষাক্ত হয়ে দাঁড়ায়। অনেক সময় এর পরিণত হয় বড় ভয়ংকর। স্রেফ সন্দেহের বশে মারাত্মক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসেন অনেকে।
পাঞ্জাবের ত্রান তারান সাহিবের (Tarn Taran Sahib) কসবা পট্টিতে, অবৈধ সম্পর্কের সন্দেহে এক স্বামী তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে, তারপরে নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছে। শুধু তাই নয় ইন্দরজিৎ সিং নামে ২৭ বছর বয়সী ওই যুবক তার স্ত্রীকে হত্যার আগে একটি ফেসবুক লাইভ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তার স্ত্রীর অনেকের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে।
ইন্দ্রজিৎ লাইভ এ এসে জানান, তিনি তার স্ত্রীকে বেশ কয়েকবার নাকি হাতেনাতে ধরেছেন। তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে বুঝতে পারেনি। এরপরই ক্ষিপ্ত হয়ে ইন্দ্রজিৎ শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গুলি করে হত্যা করে। তাহলে নিজেকেও গুলি কর। গুলিতে গুরুতর আহত হন ইন্দ্রজিৎ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সাত বছর আগে বিয়ে হয়েছিল তাদের। এই দম্পতির একটি মেয়েও রয়েছে। স্ত্রীকে সন্দেহ করতেন ইন্দ্রজিৎ। তার মনে হতো তার স্ত্রীর অনেকের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে অনেক সময় ঝগড়া হতো। যার জেরে গত এক বছর ধরে বাবার বাড়িতেই থাকছিলেন স্ত্রী। এরপর ইন্দ্রজিৎ হঠাৎই একদিন শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানে তিনি স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন, এতে ঘটনাস্থলেই পরমজিতের মৃত্যু হয়। এরপর ইন্দ্রজিৎ নিজেকেও গুলি করেন। যার কারণে তিনি গুরুতর আহত হন।
অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগে মামলা হয়েছে। এসএইচও হারজিৎ সিং বলেছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।