Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ছেলের জন্মদিনের বার ড্যান্সারদের এনে নাচ করালেন বাবা! ফলও ভুগলেন হাতেনাতে

ছেলের জন্মদিন বলে কথা। বড় করে আয়োজন করতে হবে তো! কিন্তু ছেলের জন্মদিনে শালীনতার সব সীমা ছাড়িয়ে গেলেন এই পিতা। আর এমন কাজের ফলও ভুগলেন হাতেনাতে। কি হয়েছে ঘটনাটা, জানতে হলে পড়তে থাকুন।

উত্তরপ্রদেশের পিলিভীতে নিজের ছেলের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছেন এক ব্যক্তি। বার গার্লদের ছেলের জন্মদিনের পার্টিতে ডেকে অনিয়ে একটি নাচের অনুষ্ঠান আয়োজন করে ফেলেন তিনি। কেউ এই রঙিন অনুষ্ঠানের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। এমতাবস্থায় ১৪৪ ধারা লঙ্ঘন বিবেচনায় পুলিশ ওই বাবার বিরুদ্ধে মামলা করে।

বিসালপুর কোতয়ালী এলাকার বায়রা গ্রামের বাসিন্দা সঞ্জীব কুমার ছেলের জন্মদিন উপলক্ষে স্বজনদের আপ্যায়নে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। এতে রাতভর বার গার্লদের আনিয়ে তুমুল নাচ-গান চলে। বার গার্লদের উপরও টাকার নোট ছড়ানো থেকে উশৃংখলতা কিছুই বাদ যায়নি। সব চেয়ে আশ্চর্যের বিষয় হল, পুলিশ রাতভর টহল দিলেও এই কর্মসূচি সম্পর্কে কিছুই জানতেন না তারা। এ সময় এই অনুষ্ঠানে উপস্থিত গ্রামের কেউ একজন এর ভিডিও তৈরি করে ভাইরাল করে।

সোমবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ কোথায় হয়েছে এই অনুষ্ঠান সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে। এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এরই মধ্যে বিসালপুরের বায়রা গ্রামের বার ড্যান্সার মেয়েদের নাচের ভিডিও ভাইরাল হয়। তদন্তে দেখা গেছে, সঞ্জীব তার ছেলের জন্মদিনে বার গার্লসকে প্যান্ডেল তৈরী করে অনুমতি ছাড়াই নাচের আসর বসিয়ে দেন, যা নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ। ১৪৪ ধারা জারির কারণ কোনো উপদেশ উপেক্ষা করে সঞ্জীব জনগণকে বিপদের মুখে ফেলতে পারতেন। এই ধরনের অনুষ্ঠান থেকে উশৃংখলতা এবং বিপত্তি হতে পারত। এ কারণে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

Related posts

ছোটবেলা বাড়িতে কন্ডোম খুজেঁ পেয়ে ঘটিয়েছিলেন কান্ড! গোপন কথা ফাঁস করলেন রাখি সাওয়ান্ত

News Desk

রান্নাঘরের তেলকালি লেগে তেলের শিশি অল্পেই চিটচিট করছে? এইভাবে পরিষ্কার করুন

News Desk

জন্মদিনের দিন পুলিশ ডেকে নিজেকেই নিজে ‘অ্যারেস্ট’ করালেন শত বর্ষীয় বৃদ্ধা! কিন্তু কেন?

News Desk