Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কাজ নেই, মানসিক অবসাদ! ভয়ঙ্কর ঘটনা ঘটালো সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি

কাজ নেই! কর্মহীন অবস্থায় সংসার চালাতে না পেরেই কী গ্রাস করেছিল মানসিক অবসাদ? হাওড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠলো প্রশ্ন! ঝুলন্ত অবস্থায় একটি ঘর থেকে খোঁজ মেলে তাঁর মৃতদেহের। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ায়। চাকরী থেকে ছাঁটাই হওয়ার পর কাজ না পাওয়ায় সংসার চালাতে পারছিলেন না। স্ত্রী, মেয়ে, মাকে নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন যুবক। প্রাথমিক অনুমান এই কারণেই আত্মহননের পথ বেছে নেন যুবক। আজ সকালবেলা আন্দুল রোডের তেঁতুলতলা এলাকায় একটি সিমেন্ট গোলা থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। বি গার্ডেন থানার পুলিশ সূত্রের খবর, মৃতের নাম তাপস দেবনাথ। বয়স বছর ৪৮। তিনি হাওড়া আন্দুল রোডের দক্ষিণ বাকসাড়া এলাকার পরিবার নিয়ে বাস করতেন। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, তাপস দেবনাথ নামক ওই ব্যক্তি হাওড়ার আলমপুরের জঙ্গলপুরে কোথাও কর্মরত ছিলেন। কিছুদিন আগে ছাঁটাই হলে সেই কাজ হারান তিনি। বেকার হয়ে পড়েন। কর্মহীন তাপস তার কাজের মালিক কে অনেক অনুরোধ করার পর তাকে আবারো কাজে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি’। পরিবারের একমাত্র উপার্জনকারী তাপস কাজ হারানোয় স্ত্রী,মেয়ে ও বৃদ্ধা মা কে নিয়ে দিশেহারা হয়ে পড়েন সংসার পড়েন। এই সব নিয়ে গভীর দুশ্চিন্তা ও মানসিক অবসাদে দিন কাটাচ্ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর এরপরেই হঠাৎ দিন তিনেক আগের থেকে আর খোঁজ মেলে না তার।

হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় তাপসের পরিবার বি গার্ডেন থানায় মিসিং ডায়েরি করে। এরপরে আজ তার বাড়ির পাশের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার প্রাণহীন দেহ উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের বাড়ির আশেপাশের বাসিন্দারা জানিয়েছেন , যে ওই ব্যক্তি ওই বাড়ির পাঁচিল টপকে পাশের ফাঁকা ঘরে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী হওয়া ওই ব্যক্তির স্ত্রী কুহেলি দেবনাথ জানান, যে কারখানায় ওই ব্যক্তি দীর্ঘ ১২বছর ধরে কাজ করেছেন সেখান থেকে হুট করে তাকে ছাটাই করে দেওয়া হয়। বেশ কিছুদিন কাজে যাননি তাপস বাবু। আর এই কারণেই তাকে ওই কারখানার মালিক সাসপেন্ড করে দেন। যদিও এরপর আবারো সেখানে তাপস বাবু গিয়েছিলেন কাজ ফেরত চাইতে। তাপস বাবুর স্ত্রীর দাবি, যে তাকে কাজে ফিরিয়ে নিলেও পরে চূড়ান্ত অপমান করে তাড়িয়ে দিয়েছিলো কারখানা থেকে। তাই হয়তো সেই অপমান টা আর সহ্য করতে না পেরেই এই মর্মান্তিক কান্ড ঘটালেন তিনি, গত পরশু তার আরও এক নতুন জায়গায় কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটালেন তিনি। কিন্তু পুলিশ জানিয়েছে যে প্রাথমিক তদন্ত যদিও আত্মহত্যা কিন্তু এর মধ্যে আর কোনও রহস্য আছে কিনা তা তারা দেখছেন।

Related posts

গাড়িতে শহরময় ঘুরছিল কনস্টেবল! ভেতরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলো লোকজন

News Desk

গর্ভাবস্থায় পায়ে ব্যথা? ওষুধ খেতে হবে না, এই ৫টি ঘরোয়া পদ্ধতিতেই মিলবে আরাম

News Desk

মোবাইল কানে নার্স একই ব্যাক্তিকে পরপর দিলেন ভ্যাকসিনের ৩টি ডোজ , মালবাজারের ঘটনায় চাঞ্চল্য

News Desk