Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমিকার পরিবারের কাছে ‘প্রচুর পণ’ দাবী! বাবা মায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ছেলে

উত্তর প্রদেশের মীরাট থেকে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। এখানে এক যুবক তার বাবা-মায়ের বিরুদ্ধে আইনত ভাবে মামলা করার আবেদন জানিয়ে এসএসপির সামনে পৌঁছেছে। কারণটা বেশ চাঞ্চল্যকর।

শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পণ নিয়ে নির্যাতনের মামলা অনেকসময় করে থাকেন বধু বা বধূর বাড়ির স্বজনরা। কিন্তু নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই পণ সংক্রান্ত হয়রানির মামলা করেছেন এক যুবক। তার অভিযোগ, তার বাবা-মা তার প্রেমিকার পরিবারের কাছ থেকে প্রচুর যৌতুক দাবি করছে, যার কারণে সে বিয়ে করতে পারছে না।

মীরাটের কাঁকরখেদার বাসিন্দা যোগেশ কুমার (বয়স ৩১ বছর) মঙ্গলবার এসএসপি প্রভাকর চৌধুরীর সামনে হাজির হন। তিনি জানান, কাঁকরখেদা এলাকার বাসিন্দা পারুলের (বয়স ২৬) সঙ্গে তার প্রেমের সম্পর্ক এবং তিনি তাকে বিয়ে করতে চান। তারা একে অপরকে গত ১২ বছর ধরে চেনেন, ও ভালোবাসেন। কিন্তু এখনও তাদের বিয়ে হয়নি। মেয়ের স্বজনরা বিয়েতে রাজি। যোগেশের অভিযোগ, তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে তার বাবা-মা তাদের ইচ্ছানুযায়ী মেয়ের বাড়ির কাছ থেকে যৌতুক দাবি করছে। যৌতুকের দাবি পূরণ না হওয়ায় প্রেমিকাকে বিয়ে করতে দিচ্ছেন না। যোগেশ জানান, তার ছোট ভাই ও বোনের বিয়ে হয়ে গেছে। কিন্তু বাবা-মায়ের যৌতুকের দাবি থাকায়, এবং পারুলের পরিবারের যৌতুক দেওয়ার সামর্থ্য না থাকায় তিনি এখনো বিয়ে করতে পারেনি। সাথে সাথে পরিবারের সদস্যদের সম্মতি ছাড়া পালিয়ে বা কোর্টে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন যোগেশ। তিনি বলেন আমার ভাই বোনের যেভাবে সামাজিক বিয়ে হয়েছে আমিও ঠিক একই ভাবে বিয়ে করতে চাই। আশা করি পুলিশ ও প্রশাসন আমায় সহায়তা করবে।

এসএসপি প্রভাকর চৌধুরী জানিয়েছেন, কাঁকরখেদা থানায় মামলা নথিভুক্ত করার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার সত্যতা জানার পরই ব্যবস্থা নেওয়া হবে। কাঁকরখেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে।

Related posts

দমদম বিমানবন্দরে হুলুস্থুল! মুম্বাইগামি যাত্রীবাহী বিমান ভেতরে পাওয়া গেল এক জ্যান্ত সাপ!

News Desk

মেয়ের বিয়েতে শাড়ি বা গয়না নয়, উপহারে দেওয়া হয় ২১ টি বিষাক্ত সাপ

News Desk

মদ্যপ বাবা ধর্ষন করলেও তার গ্রেফতারিতে রাজি নয় মেয়ে, বললো- তিনিই নাকি সেরা বাবা

News Desk