Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একই সাথে চার প্রেমিকার সাথে গোপনে প্রেম! দুয়ারে প্রেমিকারা এসে দাঁড়াতেই বিষ খেলেন যুবক

একসঙ্গে চার যুবতীর সঙ্গে প্রেম করছিলেন। তাঁরা একসঙ্গে যুবকের বাড়িতে চলে আসেন। পালানোর পথ না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার করলেন ওই প্রেমিক। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙার।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাথাভাঙার জোরপাটকি গ্রামের খারিজা কাওয়ারডারা এলাকার ওই যুবক চার যুবতীর সঙ্গে প্রেম করছিলেন। তাঁদের মধ্যে দুই যুবতীর বাড়ি ঘোকসাডাঙ্গা এলাকা। অপর দু’জনের বাড়ি ভারথানা এবং জোরপাটকিতে। সেভাবেই চলছিল। কিন্তু সম্প্রতি ওই যুবকের কীর্তি ফাঁস হয়ে যায়। প্রেমিকারা টের পেয়ে যান যে একইসঙ্গে চারজনের সঙ্গে সম্পর্ক আছে যুবকের। তারপরই সটান যুবকের বাড়িতে হাজির হন।

চার প্রেমিকাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যান যুবক। প্রাথমিকভাবে পালানোর চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি।  যুবককে বোঝানোর চেষ্টা করা হয়। তাতেও কোনও কাজ হয়নি। বরং সেইসবের মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। দ্রুত তাঁকে উদ্ধার করে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। প্রাথমিকভাবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Related posts

পৃথিবীর অন্যতম আশ্চর্য চীনের প্রাচীর ! এই প্রাচীর সম্পর্কে ১০টি অজানা তথ্য জানেন কী?

News Desk

কৃষিকাজ করতে করতেই হঠাৎ বানিয়ে ফেললেন পর্ন ছবি! এখন মাসে আয় ২ কোটি টাকা

News Desk

গোপনে স্ত্রীর অশ্লীল ছবি তুলে ২৫ লাখ টাকা দাবি স্বামীর! দাবী না মেটালে ছবি ভাইরাল করার হুমকি

News Desk