চোর পালিয়েছিল ফোন নিয়ে। আর সেই ফোন উদ্ধার করতে গিয়ে এক চলন্ত ট্রেনের কামরার পিছনে ধাওয়া করাই অঘটন ঘটালো। ফোন পাওয়া তো হলই না উল্টে নিজের প্রাণ খোয়ালেন ওই ব্যক্তি। ট্রেনের তলায় চাপা পড়ে মৃত্যু হল মধ্যপ্রদেশের এক শিক্ষকের।
পুলিশ সূত্রে খবর , মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম মনোজ নিমা। তিনি একজন বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। রবিবারদিন সাগর দুর্গা-আজমের ট্রেনে চেপে যাচ্ছিলেন। রাতের দিকে ট্রেন শাহদোল স্টেশনের কাছাকাছি যখন চলে আসে, সে সময় এক ব্যক্তি সাগরের কাছে তাঁর ফোন চায়। সে জানায় যে , তাঁর ফোন একেবারেই কাজ করছেনা আর একটা জরুরি ফোন করার রয়েছে। মনোজ ভদ্রতার কারণে মানা করতে পারেনা ওই ব্যক্তিকে,তারই মধ্যে সেই ট্রেনের গতিও কমে আসে। আর ওই ব্যক্তি নিজের কাজ সেরে ফেলে।
দ্রুত মনোজের ফোন নিয়ে ওই ব্যক্তি পালায়। দ্রুত গতিতে সামনের কামরার দিকে পালায় সে। কিছুটা অবাক হয়ে যান মনোজ এই দ্রুত ঘটনার কারণে। তারপর সেই ট্রেনের মধ্যেই একের পর এক কামরা পার করতে করতে ধাওয়া করেন ওই চোর কে। কিন্তু দুর্ভাগ্যবসত ট্রেনের একটি কামড়ার দরজার সামনে কোনওভাবে পা পিছলে তিনি রেল লাইনে পড়ে যান। মুহূর্তের মধ্যে ওই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মনোজ নিমার মৃত্যু হয়।
এই ঘটনায় শাহদোল জেলার খেরি গ্রামের বাসিন্দা অভিযুক্ত রাজেন্দ্র সিংকে হেফাজতে নিয়েছে। অভিযুক্তের কাছ থেকে মৃত মনোজের ফোনটিও উদ্ধার হয়েছে। তদন্ত প্রক্রিয়া এখনও চলছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
এখানে বলে রাখা জরুরি যে , ট্রেনে মোবাইল চোরের বাড়বাড়ন্ত নতুন কিছু নয়। চোরের দল নতুন নতুন পথ অবলম্বন করছে সে রেল পুলিশ যতই সক্রিয় হোক না কেন। চোরেরা রীতিমতো টিকিট কেটে যাত্রী সেজে সফর করছে। তারপর ঠিক সময় মতো কাজ শেষ করে পালাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই চোরের দল এরকমই করছে। তেমনই কোনও চোরের কবলে পড়েছিল মধ্যপ্রদেশের ওই শিক্ষক বলেই মনে করছে পুলিশ।