Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা অতিমারি, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে। আগেভাগেই নাকি সতর্ক করেছিল ভিনগ্রহীরা!

এই ব্যক্তির নাম ক্যালভিন পার্কর, তিনি আমেরিকার বাসিন্দা। তিনি প্রায় বছর পঞ্চাশেক আগে এই ব্যক্তিকে নাকি ভিনগ্রহের প্রাণীরা তুলে নিয়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন। যখন তাকে ওই ভিন গ্রহের প্রাণীরা তুলে নিয়ে গিয়েছিলেন তখন সেই প্রাণীরাই কোভিড ১৯ আসার ব্যাপারে জানায়। ক্যালভিন ঠিক এমনটাই দাবী করেছেন।

ক্যালভিন এবং চার্লস হিকসন নামের দুই ব্যক্তি আজ থেকে প্রায় বছর পঞ্চাশেক আগে অর্থাৎ ১৯৭৩ সালে মিসিপিসি এলাকা থেকে এই দু’জন ব্যক্তিকেই ভিনগ্রহের প্রাণীরা অপহরণ করেছিল স্থানীয় প্রশাসনকে জানান। তখন তারা এই অপহরণের সম্পূর্ণ ব্যাখ্যা দেন। ১৯ বছরের ছিলেন ক্যালভিন তখন , মিসিসিপিতে পাস্কাগৌলা নদীর তীরে তার বন্ধু চার্লি হিকসনের সাথে মাছ ধরছিলেন, যখন তারা একটি ইউএফও কাছাকাছি এসে পড়ে বলে অভিযোগ করে। চাকতির মতো যান আকাশ থেকে নেমে আসা, সেই যান থেকে নেমে আসে কাঁকড়ার দাড়ার মতো হাতওয়ালা প্রাণীদের, সেই যানে তাঁদের দু’জনকে তুলে নিয়ে যাওয়া— তাঁরা এমন বহু কিছুই বলেছিলেন। তাঁদের ঘটনাটি pascagula abduction নামে এখনও পরিচিত।

আবারো ক্যালভিন পার্করের ব্যাপারে খবর শিরোনামে। এর আগেও বই লিখেছেন ক্যালভিন পার্কার ভিনগ্রহের প্রাণীদের হাতে অপহৃত হওয়ার ঘটনা নিয়ে। আবারও একটি বই লেখার কাজ সম্প্রতি এগোচ্ছেন বলেও শোনা যাচ্ছে। কেননা তিনি ক্যান্সারে আক্রান্ত আর তিনি আশঙ্কা করছেন যে আর বেশি দিন বাকি থাকতে পারে না তার বেঁচে থাকার। এবার সেই ক্যালভিন দাবি করেছেন, তাঁর কাছে ৫০ বছর আগে থেকেই ছিল কোভিডে সংক্রমণের খবর। কারণ তাকে ভিনগ্রহের প্রাণীরা বলেছিলেন, এমন দিন আসতে চলেছে। তাঁরা এটিকে নাকি ‘প্লেগ’ বলে বর্ণনা করে।

তবে পার্কার থেমে যাননি এই পর্যন্ত বলেই। তিনি জানিয়েছেন, সবে তো শুরু হল। আরও মারাত্মক অতিমারি আসবে এর পরে। মৃত্যু হবে প্রচুর মানুষের। দেখা দেবে খাদ্যাভাব। বেঁচে থাকবেন যাঁরা, তাঁরা একে অপরকে হত্যা করবেন বাঁচার জন্য। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তাঁকে ভিনগ্রহীরা এসব কথাই বলেছিলেন বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি বলেছেন, অসৎ এবং ধান্দাবাজ সারা পৃথিবীর বেশির ভাগ রাজনতিবিদই। পৃথিবীর শেষ করে দিতে চলেছেন তাঁরা। কিন্তু আশার কথাও বলেছেন ক্যালভিন এর পাশাপাশি। বলেছেন, একদিন মানবতার জয় হবে অনেক মন্দ কিছুর পরেও। আবার নতুন করে বাঁচতে শিখবে মানুষ।

Related posts

‘স্বামীর জন্য দরকার ৩ জন গার্লফ্রেন্ড, বেতন মাসে ৩২ হাজার টাকা’ অদ্ভুত বিজ্ঞাপন স্ত্রীর

News Desk

ব্যক্তিগত যৌনসুখ দিতে ‘অভিনব’ ব্যবসা দম্পতির! বাড়িতেই পৌঁছে যাবে চাহিদা মতন

News Desk

বেশ কদিনের রেকর্ড নিম্নমুখী গ্রাফের পর আবারও উর্দ্ধমুখী করোনা সংক্রমণের গ্রাফ

News Desk