Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুধ দিতে রাজি হচ্ছে না ‘প্রিয়’ মোষ, সমস্যা নিয়ে পুলিশের দ্বারস্থ মালিক

অদ্ভুত এক দাবি নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন মধ্যপ্রদেশের ভূপালের বাসিন্দা বাবুলাল যাদব। পেশায় গোয়ালা ওই ব্যক্তির অভিযোগ, বিগত কয়েক দিন ধরেই তাঁর মোষ কোনওভাবেই দুধ দিতে রাজি হচ্ছে না। আর তাতে বেজায় সমস্যায় পড়েছেন বাবুলাল। আর সেই সমস্যার সমাধান খুঁজতেই ভূপালের নয়াগাঁও থানায় শনিবার হাজির হয়েছিলেন তিনি। বাবুলালের অভিযোগ শুনে কার্যত আকাশ থেকে পড়েছেন পুলিশ কর্তারা। অন্যদিকে এই ঘটনার একটি ভিডিও কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে কার্যত হেসে খুন নেটপাড়ার লোকজন।

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে হঠাৎই নোয়াগাঁও থানায় হাজির হন বাবুলাল নামের ওই গোয়ালা। এরপর তিনি থানায় উপস্থিত পুলিশ কর্তাদের প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে তাঁর মোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বাবুলালের এই অভিযোগ শুনে প্রথমে পুলিশ কর্তারা ভেবেছিলেন তিনি মজা করছেন। কিন্তু পরে বাবুলাল জানান, কয়েকদিন ধরে তাঁর মোষের এই আচরণে বাবুলালের ব্যবসায় যথেষ্ট ক্ষতি হয়েছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতে থানায় হাজির হয়েছেন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অরবিন্দ শাহ জানান, ‘শনিবার দুপুরে হঠাৎই ওই গোয়ালা থানায় এসে তার এই সমস্যার কথা জানান। পাশাপাশি বাবুলাল এও জানিয়েছেন, তিনি যখন গ্রামের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান যে তাঁর মোষ দুধ দেওয়া বন্ধ করেছে তখন তারাই তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেন। কারণ গ্রামবাসীদের মনে হয়েছিল বাবুলালের ঐ মোষের ওপর ডাইনি ভর করেছে। এরপর বাবুলাল ওই মোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। এই ঘটনার চার ঘণ্টা পর ওই ব্যক্তি পুনরায় তাঁর মোষটিকে সাথে করে থানায় নিয়ে আসেন। শেষ পর্যন্ত থানার লোকজনই একটি পশু চিকিৎসককে ডেকে আনেন এবং তাঁর চিকিৎসাতেই রবিবার ফের দুধ দিতে শুরু করেছে ওই মোষ।’

রবিবার ওই মোষকে সঙ্গে নিয়েই গ্রামের লোকজন পুনরায় থানায় হাজির হয়েছিলেন পুলিশ কর্তাদের ধন্যবাদ জানাতে।

Related posts

সামনেই শীত! ঠান্ডা জাঁকিয়ে পড়ার আগেই সঠিক উপায়ে যত্ন নিন বাক্সবন্দী গরম কাপড়ের

News Desk

টিকার ২টো ডোজ সম্পূর্ন, তাও ৩ বার করোনা আক্রান্ত চিকিৎসক! নতুন স্ট্রেনের আশঙ্কায় বিশেষজ্ঞরা

News Desk

১৬ই ডিসেম্বর: ভারতের মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণ এবং আরো যা কিছু আজকের দিনে ঘটেছিল

News Desk