Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ে শুরুর ঠিক আগের মুহূর্তে ফোনে এমন কি মেসেজ এলো যে বিয়েই ভেঙে দিল বর! জানুন ঘটনাটা

বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন। সাধারণতঃ যখন কোনো ভারতীয় পরিবারে বিয়ে ঠিক হয় তখন তাই ঘিরে উৎসাহের কমতি থাকে না। দুই পরিবার নিজেদের সাধ্য মতন জাঁকজমক সহকারে আয়োজন করে বিয়ের অনুষ্ঠানের। একই ভাবে ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় বসেছিল একটি বিয়ের আসর। বর তৈরী হয়ে বরযাত্রী সমেত জমকালো শোভাযাত্রা করে কনের বাড়িতে পৌঁছয়। ব্যান্ড পার্টি বাজছিল। বরযাত্রীরা ব্যান্ড পার্টির তালে তালে নাচছিল। চারদিকে একেবারে উৎসবের আমেজ। এমনকি কনে সেজেগুজে পৌঁছে গিয়েছিল বিয়ের মণ্ডপে। বরের সাথে সাতপাকে ঘোরার লগ্ন উপস্থিত হয়ে গিয়েছিল। যার প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। এই সময় আচমকাই ছন্দপতন। বিয়ের ঠিক আগের মুহূর্তে বরের মোবাইল ফোনে এমন একটি মেসেজ আসে যাতে বিয়েই ভেঙ্গে যায়। জানুন কি হয়েছিল?

জানা গেছে ঠিক সেই সময়ই কেউ তাঁকে চাঞ্চল্যকর মেসেজ পাঠায়। কনের আপত্তিকর কিছু ছবি বরসহ তার পরিবারের মোবাইলে পৌঁছে যায়। এটা দেখে আচমকাই কারো মুখে কোন কথা সরে না। কিন্ত এই ঘটনায় ক্ষুব্ধ বর বিয়ে ভেঙে কনে ছাড়াই ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিছুক্ষণ আগেও যেখানে খুশির আবহাওয়া ছিল, গান বাজছিল, হঠাৎই সেই বিয়ের আসরে যেন শ্মশানের নীরবতা নেমে আসে। বিষয়টি শেষমেষ থানায় পৌঁছায়।

অতিরিক্ত ডিসিপি ডঃ প্রশান্ত চৌবে জানিয়েছেন, মঙ্গলবার একটি বরযাত্রীর দল দ্বারকাপুরি থানা এলাকায় বিয়ে করাতে এসেছিল। কিন্তু বিয়ের ঠিক আগে দেপালপুরের বাসিন্দা শুভম জৈন ও তার পরিবারের কাছে কনের আপত্তিকর ছবি আসে মোবাইল ফোনে। এরপর বর ও তার পরিবার বিয়ে ভেঙে বরযাত্রী সমেত সেখান থেকে ফিরে চলে যায়। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। যার ভিত্তিতে ছবি ভাইরালকারী অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Related posts

পনির ঠিক করে কাটতে বলায় রুদ্র মূর্তি ধারণ করলেন শেফ! পনির কাটার ছুরি দিয়েই দিলেন জবাব

News Desk

আবারও দেবের মানবিক পদক্ষেপ: ঘাটালের করোনা আক্রান্তদের নিখরচায় খাবার পৌঁছানোর দায়িত্ত্ব নিলেন

News Desk

মা-ছেলেকে একই সাথে ‘প্রেমের’ জালে ফাঁসায় একই ব্যাক্তি! এরপরের ঘটনা শুনলে অবাক হবেন

News Desk