Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে শারীরিক সম্পর্কের জন্য চাপ বিধবা মহিলাকে! তারপর

এক মহিলাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠলো। ওই মহিলার নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে রীতিমতো শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর (Gopalnagar) থানা এলাকায় এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে।

Up teacher arrested for smashing students face with cake

পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্ত যুবকের নাম স্বাধীন দত্ত। তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা। অভিযোগকারী মহিলা একই এলাকায় বসবাস করেন। ওই মহিলার স্বামী মারা গিয়েছেন বছর খানেক হল। এরপর থেকেই নিজের কন্যাসন্তানকে ওই মহিলা নিয়ে বাড়িতে একাই থাকেন। পুলিশ ও মহিলার পরিবার এর সদস্যরা জানিয়েছেন যে ওই মহিলার স্বামীর মৃত্যুর পর থেকে অভিযুক্ত যুবক মহিলার বাড়িতে গিয়ে তাঁকে বিভিন্নভাবে প্রেম নিবেদন করছিলেন। কিন্তু কখনই ওই অভিযুক্তের কথায় কর্ণপাত করেনি মহিলা।

অভিযোগ, ওই যুবক সম্প্রতি লুকিয়ে ওই মহিলার বাড়িতে যায়। মহিলার কিছু নগ্ন ছবি তোলে সুযোগ বুঝে। এরপর থেকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে সেই ছবি দেখিয়ে । যখন ওই মহিলা শারীরিক সম্পর্কের প্রস্তাব খারিজ করে দেন তখন ওই মহিলার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে থাকে ওই অভিযুক্ত। এরপরই শনিবার গোপালনগর থানার দ্বারস্থ হয় মহিলা সম্পূর্ণ ঘটনার কথা জানিয়ে দেন পুলিশকে। পুলিশ শনিবার রাতেই অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

অভিযোগকারী মহিলা জানায় যে , তাঁকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত ধৃত যুবক। তিনি যুবককে বরাবর এড়িয়ে যেতেন। কিন্তু তা সত্ত্বেও পিছু ছাড়েনি। এরপর সে লুকিয়ে ওই মহিলার নগ্ন ছবি তোলে। তারপরই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। 

Related posts

কে কে দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপের ‘লাস্ট সিন’? ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

News Desk

শ্বশুরবাড়িতে গিয়ে কাকা শ্বশুরকে ছুরির কোপ যুবকের, কারণ কি শুনলে চোখ কপালে উঠতে বাধ্য

News Desk

যৌন জীবন হোক মধুময়! রইলো স্বামী স্ত্রীর মধ্যে সেক্স উপভোগ করার দুর্দান্ত ৫টি টিপস

News Desk