Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখে রেগে লাল স্বামী! শাস্তির বহর দেখে স্তম্ভিত সকলে

বিহারের দারভাঙ্গা জেলায় মানবিকতা কে লজ্জা দেওয়ার ঘটনা সামনে এসেছে। অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীর সাথে এমন আচরণ করেছেন এক ব্যক্তি, যা শুনলে চমকে যাবেন। ঘটনাটি দারভাঙ্গা জেলার কুশেশ্বরস্থান থানা এলাকার একটি গ্রামে ঘটেছে, যেখানে স্বামী অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীর মাথার সমস্ত চুল কামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারপর অর্ধেক মুখে চুন আর বাকি অর্ধেক মুখে কালি দেয়। এবং এই অবস্থাতেই তাকে পুরো গ্রামে ঘোরান।

এই ভাবে হেনস্থা করে মহিলাকে সারা গ্রাম ঘোরানোর সময় ওই ব্যাক্তি সারাক্ষণ তাকে গালিগালাজ করতে থাকে। এই সময়ে, মহিলাকে বাঁচানোর পরিবর্তে, সেই গ্রামের লোকেরা দর্শক হিসেবে দেখাই শ্রেয় মনে করেন। মহিলার উপর যে অত্যাচার হচ্ছে তা সবাই উপভোগ করতে থাকেন। কেউ এর বিরুদ্ধে আওয়াজ ওঠানোর কোনো প্রয়োজন বোধ করেনি। অবশ্য এই নিন্দনীয় কাজের ভিডিও রেকর্ড করা হয়। ওই মহিলার উপর তা স্বামীর করা অমানবিক অত্যাচারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে মানুষজন ঘটনার নিন্দা করছেন।

ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তও পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দারভাঙ্গা থানার ইনচার্জ এসএসপি অশোক কুমার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্তকে। একই সঙ্গে ভিডিওতে দেখা অন্যদেরও শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি ঘটনার বিষয়ে থানায় না জানানোর কারণে গ্রামের চৌকিদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে পুলিশের হাতে ধরা পড়া অভিযুক্ত স্বামী তার অপরাধ স্বীকার করেছেন। অভিযুক্ত জানায় যে সে নিজেই তার স্ত্রীকে গ্রামের অন্য এক ছেলের সাথে কথা বলতে দেখেছে, এতে রেগে গিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।

Related posts

HIV+ মহিলার দেহে ৩২ বার চরিত্র পাল্টে তৈরী নতুন করোনা ভাইরাস ! নয়া মারণ ভাইরাসের আশঙ্কায় বিশ্ব

News Desk

অন্ধকার নামলেই পাড়ায় দেখা মিলত কাগজ কুড়ানীর! পুলিশ ধরতেই ফাঁস হল তাদের আসল উদ্দেশ্য

News Desk

গাড়ির টায়ার আর বিদ্যুতের খুঁটির গায়েই কেন বেশী প্রস্রাব করে কুকুররা! জানেন?

News Desk