Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

লজ্জাজনক! কিছুতেই দেহ ব্যবসায় নামতে চায়নি গৃহবধূ! শাস্তি দিতে যা করলেন স্বামী ও শ্বশুর..

জোর করা হচ্ছিল দেহ ব্যবসা করানোর জন্য। কিন্তু এই পথে নামতে কিছুতেই রাজি ছিলেন না গৃহবধূ। অথচ তার শ্বশুরবাড়ির লোকেরা নাছোড়বান্দা। করতেই হবে দেহ ব্যবসা। কিছুতেই না মানতে চাওয়ায় মহিলার উপর চলল নির্যাতন। মাথার চুল ক্ষুর দিয়ে চেঁছে দেওয়া হল। এমনকি চালানো হলো দৈহিক নির্যাতনও। অভিযোগের তীর শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

Up teacher arrested for smashing students face with cake

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) আহমেদপুর এলাকায়। এই ঘটনায় পরে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই গৃহবধূ। শ্বশুরবাড়ি ছেড়ে গিয়ে উঠেছেন তার এক আত্মীয়ের বাড়িতে। একটু সামলে নিয়েই অভিযোগ জানিয়েছেন পুলিশে। অভিযোগ জানা মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই মহিলার স্বামী এবং শ্বশুরকে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন।

জানা গিয়েছে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয়েছিল ওই মহিলার। কিন্তু তার দাম্পত্য অভিজ্ঞতা কখনোই সুখকর হয়নি। বিয়ের পর থেকেই তাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে শারীরিক নির্যাতন চালানো হতো। এমনকি কিছুদিন আগেও চালানো হয়েছে নির্যাতন, করা হয়েছে মারধর। এরপরে তার স্বামী তাকে বলে দেহ ব্যবসায় নামার জন্য। এই নিয়ে জোরাজোরি হতে থাকে তার উপর। কিছুতেই না শুনলে গত ১১ তারিখ তার উপর নির্যাতন করে তার মাথার চুল ক্ষুর দিয়ে চেঁছে দেয় বলে অভিযোগ। অনুভবে সেখান থেকে পালিয়ে এসে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তিনি। সেখান থেকেই খবর দেন বীরভূম (Birbhum) জেলা পুলিশে। অভিযোগ আসা মাত্রই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের। তারা জেল হেফাজতে আছেন। কিন্তু ঘটনার প্রতিক্রিয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত মহিলা।

Related posts

বেড়েই চলেছে করোনা সংক্রমণ, আবারও উর্দ্ধমুখী অ্যাকটিভ কেস

News Desk

দুই সন্তানকে রেখে শ্বশুরের সঙ্গে পলাতক স্ত্রী! পাড়ার লোকের কটূক্তির শুনে যা করলেন স্বামী

News Desk

‘১০ দিনের মধ্যে মাথা কাটবো..’ মন্দিরের পুজারিকে কে পাঠালো এমন চিঠি? শোরগোল মথুরায়

News Desk