Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মালদায় নেশার ঘোরে পাড়ার বৌদিকে রঙ মাখাতে উদ্যত যুবক! বাঁধা দিতেই যা ঘটল

রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও দোল খেলা চলছে। যেন দোলের রেশ কাটতেই চাইছে না।আর এই দোলের মধ্যেই রাজ্যের নানান জায়গা থেকে একের পর এক খবর উঠে আসছে। কোনও জায়গায় বোমাবাজি চলছে দোল খেলাকে কেন্দ্র করে। আবার অনেক জায়গায় মারামারির ঘটনা সামনে এসেছে। এরকম ধরণের বিভিন্ন খবর উঠে আসছে শনিবার দিন। তারমধ্যে মালদায় এক অদ্ভুত ধরণের খবর এসেছে। এক মহিলাকে রং মাখানোর নামে অশালীন আচরণ করার অভিযোগ উঠে এসেচ্যে। এখানেই থেমে থাকেনি ঘটনাটি, রং মাখাতে বাধা দেওয়ার কারণে ওই মহিলাকে প্রচন্ড মারধর করা হয়েছে।

এই ভয়ানক কান্ডটি ঘটেছেমালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত চরসুজাপুর এলাকার শচীমন্ডল পাড়ায়। সেখান থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ভয়ানক ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ মণ্ডল। ওই ব্যক্তি থাকেন চরসুজাপুরের চাঁইপাড়াতে। সূত্র থেকে জানা গেছে যে, হোলির জন্য আজ রং খেলা হচ্ছিল ওই এলাকায়। তখন নেশায় বুদ হয়ে থাকা ইন্দ্রজিৎ ও তার সাথে আরও কয়েকজন মিলে পাশের বাড়ির গৃহবধুকে রং মাখাতে যায়। পাশাপাশি ওই মহিলাকে রং মাখানোর নামে অশালীন ব্যবহারও করেছে তারা।

ওই মহিলা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করেন এই অভব্য আচরণের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ ও তার সাথে থাকা লোকজন রেগে যায় এই কারণে। প্রতিবাদ করার কারণে ওই মহিলাকে টেনে হিচড়ে নিয়ে মারধর করে তারা। সকলে একসাথে ওই মহিলাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। মারের কারণে প্রচন্ড আর্তনাদ করতে থাকে ওই মহিলা আর তা শুনতে পেয়ে ছুটে আসে এলাকার লোকজন। এলাকার লোকজন আসতে দেখে ওই অভিযুক্তরা পালিয়ে যায় সেখান থেকে। ওই এলাকায় এই ঘটনার জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি হয় যে পুলিশ এসে সামাল দেয়। পুলিশ এরমধ্যেই দুজনকে আটক করেছে। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার নবপল্লিতে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো ঘিরে অশান্তি। এই আবির মাখানোকে ঘিরে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হলে সেখানে উপস্থিত অন্যান্যরাও তাতে জড়িয়ে পড়েন। তাতে একে অপরের মধ্যে হাতাহাতি, মারামারি শুরু হয়। স্ত্রীকে রঙ মাখানোয় সুজিত মল্লিক নামক এক ব্যবসায়ী বন্ধু দিলীপের উপর গুলি চালিয়ে দেন। ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যান সুজিত। অবশেষে পুলিশ গ্রেফতার করেছে সুজিত কে।

Related posts

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্যে সুখবর! DA-এর পরে TA নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

dainikaccess

বাড়ির বাইরেই দাড়িয়েছিল দুই ছেলে! ভেতরে দুই মেয়ে সহ মায়ের সাথে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

News Desk

করোনা আতঙ্কের মধ্যেই চিনে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু, কতোটা উদ্বেগের?

News Desk