আপাতত ঘোষনা হচ্ছে না মাধ্যমিক (Madhyamik Exam) এবং উচ্চমাধ্যমিকের (Higher Secondary Exam) পরীক্ষার সূচী।
প্রসঙ্গত গত রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা আর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরিক্ষা। এরপর গতকাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফে জানানো হয়, বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একই সাথে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত হবে। একই সঙ্গে কীভাবে জানানো হবে কিভাবে করোনা আবহে পরীক্ষা হবে, খাতা দেখা এবং পরীক্ষার মূল্যায়নই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে।
কিন্তু এরপরই পিছিয়ে দেওয়া হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতকালই সিবিএসই ও আইসিএসই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হল, এই ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বাতিল হয়ে যাবে এই বছরের পরীক্ষা? উঠছে প্রশ্ন।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে তৈরী করা হয়েছে এক বিশেষজ্ঞ কমিটি।
করোনা আবহে পরীক্ষা হলে তা কীভাবে নেওয়া যাবে, যদি পরীক্ষা না হয়, তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে, সে সব বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মিলিয়ে প্রায় ২১ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ জড়িত এই সিদ্ধান্তের সাথে। সেই কথা মাথায় রেখেই এই বিশেষজ্ঞ কমিটিতে স্থান পেয়েছে সংসদের শীর্ষ আধিকারিকরা, চিকিৎসক, মনোবিদ, কিশোরদের সাথে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন প্রতিনিধি এবং পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন।