এভাবেও কারো মৃত্যু হয়? বন্ধুর বিয়ে উপলক্ষে এসেছিল মাত্র ১৮ বছর বয়সী যুবক। বিয়ের দিন হই চই আনন্দ সবই চলছিল। বন্ধুর বিয়ে বলে কথা। সবাই কত আনন্দে মশগুল। কিন্তু কিছুক্ষণ পরই যে এমন একটা দুর্ঘটনা ঘটতে চলেছে কে বুঝেছিল। বর কে নিয়ে বেরিয়েছিল শোভাযাত্রা। শোভাযাত্রায় ছিল ডিজে ব্যান্ড পার্টি সবই। সেখানে সকলের সাথে ডিজের তালে নাচছিল লাল সিং নামে ওই যুবকও। হঠাৎই কি যেন হয়ে যায় তার। আচমকাই মাটিতে পড়ে যান লুটিয়ে। সাথে সাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান ইতিমধ্যে মারা গেছেন তিনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
১৮ বছর বয়সী লাল সিং উজ্জয়িনের কাছে আম্বোদিয়া বাঁধ গ্রামের বাসিন্দা বিক্রম সিং এর ছেলে। সে তার বন্ধু বিজয়ের বিয়েতে যোগ দিতে মাকসি রোডে অবস্থিত তাজপুরে এসেছিলেন। বৃহস্পতিবার গ্রামে বর সমেত বরযাত্রীর মিছিল বের হচ্ছিল। মিছিলে, লাল সিং বন্ধুদের সাথে ডিজে-র পিছনে নাচছিলেন এবং মোবাইলে সেলফি তুলছিলেন। নাচতে নাচতে লাল সিং হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বন্ধুরা অবিলম্বে তাকে তাজপুরের ডাক্তারের কাছে দেখায়, সেখান থেকে তাকে উজ্জয়িনে তে রেফার করা হয়।
বন্ধু পুরান কেওয়াত জানান, পথে সব বন্ধুরা একসাথে ডিজে-র পিছনে নাচছিল। লাল সিং এক জায়গায় জল পান করে তারপর আবার নাচতে শুরু করেন। ডিজে-এর সাউন্ড বেশ জোরে ছিল আর এর মধ্যেই লাল সিং হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বন্ধু পুরান তাকে সঙ্গে সঙ্গে তাজপুরে ডাক্তারের কাছে নিয়ে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গজেন্দ্র পাচোরিয়া জানান, বরযাত্রীর শোভাযাত্রায় ডিজের সাথে নাচ করতে করতে ওই যুবকের মৃত্যু হয়। নাচের সময় ওই যুবক ভিডিও বানাচ্ছিলেন। তার মোবাইল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, বন্ধুদের সঙ্গে মজা করছেন তিনি। জানা যায় ওই যুবক আইটিআই তে পড়ছিলেন।
কিন্তু তার এমন মৃত্যুর কারণ কি? ডাঃ জিতেন্দ্র শর্মা জানিয়েছেন যে লাল সিংকে উজ্জয়িনী জেলা হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ময়নাতদন্তে দেখা গেছে হার্টে রক্ত জমাট বেঁধেছে। আরও তথ্য দিতে গিয়ে ড. শর্মা বলেন, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ডেসিবেলের শব্দ মানবদেহের জন্য ক্ষতিকর। এটি হৃদয় এবং মস্তিষ্ক উভয়কেই প্রভাবিত করতে পারে। সম্ভাব্য এই যুবকের হৃদপিণ্ডে রক্ত জমাট বেঁধে যাওয়ার পেছনে ডিজের উচ্চ মাত্রার শব্দ রয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।