দাম্পত্য বিবাদ ক্রমশই বেড়ে চলেছে। বেশ কিছুদিন যাবৎ দেখছেন করছে স্ত্রী কথায় কথায় ডিভোর্সের (Divorce) কথা বলে। তার আচার আচরণ যেন হালফিলের সময় পুরো পাল্টে গিয়েছে। দুজন কবে শেষ ভালোভাবে কথা বলেছেন মনে পড়ছেনা। ইদানিং যেন কথা বলতে গেলেই ঝগড়া। দুজন এক বাড়িতে থাকলেও, দুজনের জীবন যেন পুরো আলাদা হয়ে গেছে। প্রয়োজন ছাড়া বাক্যালাপ নেই, এমনকী সে সারাক্ষণই আপনাকে এড়িয়ে চলেন। আপনি নিজে কোনো ভুল করছেন কিনা সেই ভেবে অস্থির। ভাবছেন কেনো, চেষ্টা করছেন মানিয়ে নেওয়ার কিন্তু, দেখা যাচ্ছে তাতেও সম্পর্কের (Relationship) কোনও উন্নতি হচ্ছে না। স্ত্রীর আচরণই যেন পাল্টে গেছে। কিন্তু কেন? সে কি অন্য কারো প্রতি আসক্ত নাকি? এই চিন্তা যেন তাড়িয়ে বেড়াচ্ছে সর্বক্ষণ।
আসলে কোনও সম্পর্কে তৃতীয় ব্যক্তির (Third Person) প্রবেশ হবে না এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেনা। বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জন্য দেখা যায় অনেক বিবাহের সম্পর্কই ভেঙে যায়। কিন্তু এই প্রতিবেদনটি বিশেষত পুরুষদের জন্য। আপনারা বেশ কয়েকটা বিষয় খেয়াল করে দেখুন স্ত্রীর মধ্যে। যদি তার আচরণে এরকম কিছু আভাস পান তাহলে সতর্ক হবার সময় এসেছে ভেবে নেবেন।
প্রায় ২৪ ঘণ্টাই অশান্তি বিবাদ (Problems) চলছে দুজনের। আজকাল হয়তো একে অপরের মুখ দেখলেও ঝগড়া শুরু হয়। কিন্তু এটা কি সত্যিই দুজনের কারণে নাকি স্ত্রী আগ বাড়িয়ে অশান্তি করছে? যদি দেখেন স্ত্রী ছুতো খুঁজছে অশান্তি করার তাহলে একটু ভেবে দেখুন। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে টানাপোড়েনে থাকলে এমনটা হতে পারে।
অন্য কারোর সঙ্গে তুলনা করে আপনার? সারাক্ষণ এটা প্রমাণ করার চেষ্টা করে যে সে আপনাকে বিয়ে করে পস্তাচ্ছে, ভালো নেই। বারবার বলে এর থেকে অন্য জায়গায় বিয়ে হলে সে সুখী থাকতো। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রথম ধাপ নয় তো? সতর্ক হোন কিন্তু অহেতুক সন্দেহ করার আগে আপনি সত্যিই উদাসীন কিনা, স্ত্রীর সঠিক খেয়াল রাখছেন কিনা সেই বিষয়গুলিও বিবেচনা করুন।
যদি দেখেন ছোটখাটো জিনিস হোক বা বড় বিষয় স্ত্রীর চাহিদা একটু অত্যাধিক হারে বেড়ে গেছে এমনকি আপনার সাধ্যের বাইরেও সে জিনিস দাবি করছে তাহলে সেটাকে স্বাভাবিক আচরণের পর্যায়ে ফেলা যায় না।
যদি দেখেন স্ত্রী অশান্তি মেটাতে একেবারেই আগ্রহী নন, বা সব কথাতেই বেঁকে বসছে, কিছুতেই কোন আপসের পথে হাঁটছে না তাহলে সতর্ক হোন। বারবার বেরিয়ে যাবার কথা বললে বুঝতে হবে এই সম্পর্কে থাকতে চাইছে না বা অন্য কোন সম্পর্কে সে জড়াতে চাইছে।
তবে অবশ্যই নিজের দিকটাও বিচার করবেন। সন্দেহ করে বসবেন না সবেতেই। ধৈর্য ধরে ঠান্ডা মাথাতেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, প্রয়োজনের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন।