সেই আতঙ্কের দিন ফিরছে! বিঘার পর বিঘা ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের মাথায় হাত পরতে পারে। কারণ পঙ্গপালের ঝাঁক ফিরে আসছে।পঙ্গপালের (Locust) দল মে মাসের শেষ সপ্তাহেই দেশের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে । এমনই সতর্কতা জারি করা হয়েছে সরকারের তরফে।
গত বছর করোনা পরিস্থিতির মাঝেই পঙ্গপাল উত্তর ভারতের একাধিক রাজ্যে হানা দিয়েছিল। কয়েক হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে এবারও? উত্তরপ্রদেশের কৃষিদপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি মাসে প্রথম সপ্তাহেই পঙ্গপালে ঝাঁকের হদিশ মিলেছে রাজস্থানের জয়সলমীরে। মে-এর শেষে ফসলভুকের দল উত্তরপ্রদেশের একাধিক এলাকায় প্রবেশ করবে। চালাতে পারে তাণ্ডব। আর তাই আগেভাগেই সতর্ক করা হয়েছে কৃষকদের ।
আগ্রার কৃষিবিভাগের আধিকারিক রাম প্রবেশ এ প্রসঙ্গে জানিয়েছেন, “খাবারের খোঁজে চলতি মাসের শুরুতেই পাকিস্তান থেকে এ দেশে কয়েক লক্ষ পঙ্গপাল ঢুকে পড়েছে। বর্তমানে তারা ঘাঁটি গেড়েছে রাজস্থনের জয়সলমীরে । তা আগ্রায় প্রবেশ করবে খুব শীঘ্রই। অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে সেখান থেকে।” ইতিমধ্যে চাষিদের সতর্ক করে দিয়েছেন তিনি পঙ্গপালের হানা নিয়ে। তাঁর কথায়, মাঠে আপাতত প্রচুর ফসল নেই। তবে আগ্রায় সবজি চাষ হয় প্রায় ৩০ হাজার একর জমিতে। এই হানা এড়াতে কৃষকদের সামান্য পরিমাণ রাসায়নিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ।
গত মাসেই ভারতের পশ্চিম প্রান্ত ধরে যথাক্রমে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে পঙ্গপালের দল বাংলার দিকে হানা দিয়েছিল। তাই আগাম প্রস্তুতি সেরে রেখেছিল প্রশাসন সেই সময় থেকেই রাক্ষুসে পতঙ্গদের মোকাবিলা করতে । রাতভর বাসন বাজিয়েছেন চাষিরা পঙ্গপালের হানা এড়াতে। ক্ষেতে কড়া পাহারা দিয়েছেন। কোথাও আবার রাসায়নিক ছড়ানো হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে। তবু ফসলের ক্ষতি হয়েছিল কয়েক লক্ষ টাকার।