Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মহার্ঘ্য লাড্ডু! ২০ টাকা বা ৫০ টাকা নয়, এই লাড্ডুর দামে কেনা যাবে বাড়ি গাড়ি

দোকানে লাড্ডু কিনতে গেলে একটি ভালো লাড্ডুর দাম যদি খুব বেশিও হয় তবে ১৫-২০ টাকা হবে। খুব ভালো মানের লাড্ডু হলেও টার দাম ৫০ টাকাও হতে পারে। তবে একটি লাড্ডুর দাম যদি কয়েক লক্ষ টাকা হয় , তবে তা বিশ্বাস করা সত্যিই কঠিন হয়ে পড়ে। কিন্তু সম্প্রতি একটি লাড্ডু বিক্রি হয়েছে হায়দরাবাদেই যার দাম প্রায় ২৫ লক্ষ টাকা।

প্রতি বছর হায়দরাবাদের বালাপুরে গণেশ চতুর্থীর জন্য বিশালকার এক লাড্ডু তৈরী হয়। এরপর এই বিশালকার লাড্ডুর নিলাম হয়। এই বছর ওই বিশালকার লাড্ডুর ওজন ছিল ২১ কেজি। শুক্রবার দিন সেই লাড্ডুরই নিলাম হল। সেই নিলাম শুরু হয়েছিল ১,১১৬ টাকা থেকে। সেই নিলামে দশ জন অংশ নিয়েছিলেন। তা ২৬ লক্ষ ৬০ হাজার টাকায় পৌঁছয় দাম চড়তে চড়তে। বেঙ্গেতি লক্ষা রেড্ডি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই লাড্ডু প্রায় ২৫ লক্ষ টাকায় কেনেন।

২১ কোজি লাড্ডু ২০২১ সালেও বানানো হয়েছিল। সেই লাড্ডু ১৯ লক্ষ টাকায় বিক্রি হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ২০ লক্ষ টাকার বেশি দাম এই প্রথম উঠেছে নিলামে। বালাপুরের বাসিন্দদের বিশ্বাস, পুজোর এই লাড্ডুর তাঁদের জীবনের উন্নতিতে অনেক অবদান আছে। তাই বঙ্গারু লাড্ডু বা সোনার লাড্ডু বলা হয় এই লাড্ডুকে।

সোনার লাড্ডুর নিলাম পর্ব শুরু হয়েছিল ১৯৯৪ সালে। সেই বছরে লাড্ডুর দাম ৪৫০ টাকা উঠেছিল। তার পর থেকেই এই প্রথা চলে আসছে। যে টাকা আয় হয় লাড্ডু বিক্রি করে, বালাপুরের উন্নতির কাজে সেই টাকা লাগানো হয়।

Related posts

অসুস্থ হয়ে কয়েক ঘণ্টার মধ্যে একে একে মারা গেলেন একই পরিবারের তিনজন, নিতান্তই কাকতলীয়

News Desk

এক ব্যাগ বাতাসের দাম নাকি সাড়ে পাঁচ লাখ টাকার উপর! কি এমন জিনিস আছে সেই ব্যাগে

News Desk

সহবাসের সময় লুব্রিকেন্ট হিসেবে নারকোল তেল ঠিক কতটা নিরাপদ? আসুন জেনে নিন

News Desk