Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ে সাথের লোককে খুজেঁ পাচ্ছেন না? বিশেষ পরিষেবা লালবাজারের

বছর দুই ধরে করোনায় গৃহবন্দী থেকে দুর্গাপুজো কাটিয়েছে । পুজোর প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে যেতে চান মানুষ। ষষ্ঠী-সপ্তমী উত্তর কলকাতা, অষ্টমী শ্রীভূমি আর নবমীতে বেহালায় ঘুরতে চান। কিন্তু, আচমকাই যদি ভিড়ের মাঝে প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? ছোট শিশু যদি জনসুমদ্রের মধ্যে হারিয়ে যায়? এবার বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের (Kolkata Police) দর্শনার্থীদের এই আশঙ্কা দুর করতে।

কী উদ্যোগ কলকাতা পুলিশের?

লালবাজার একটি বিশেষ পরিষেবা চালু করল। এই মর্মে একটি হেলপলাইন নম্বর (Kolkata Police Helpline Number) কলকাতা পুলিশের তরফে চালু করা হয়েছে। 9163737373 নম্বরটি কলকাতা পুলিশের তরফে চালু করছে পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে চালু করা হচ্ছে। পুজোর দিনগুলিতে বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত এই নম্বর চালু থাকবে। কোনও প্রিয়জনকে ভিড়ের মাঝে খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে এই হেলপলাইন নম্বরে। এই নম্বর আগামী ৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।

পুজোয় বিশেষ ব্যবস্থা বেপরোয়া বাইক রুখতে

শহরের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে পুজোর সময় বাড়তি ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শুধু গাড়ির ভিড় নিয়ন্ত্রণই নয়, পুলিশ বেপরোয়া বাইক রুখতেও তৎপর হয়েছে। ট্রাফিক পুলিশের বিশেষ দল শহরের রাস্তায় নামতে চলেছে।

লালবাজার সূত্রের খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ১৬টি দল গঠিত হয়েছে। আইন ভঙ্গকারীদের শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আটকাবে এই দল। শহরের যে জায়গাগুলিতে মূলত বড় পুজো হচ্ছে এই বিশেষ দল মোতায়েন থাকবে সেই সংলগ্ন রাস্তাগুলিতেই। বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ট্রাফিক আইন ভঙ্গ করলে। লালবাজার কাটা রুটে বেসরকারি বাস চালানোর জন্য ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে। দুপুর ২টোর পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা শহরের একাধিক অটো রুট। বিশেষত বিকেল থেকে অটো অমিল দক্ষিণ কলকাকার কসবা, রাসবিহারী, বেহালা, গড়িয়াহাট রুটগুলিতে। ফলে অত্যধিক সমস্যায় পড়ছেন অফিস ফেরতা যাত্রীরা। অভিযোগ, কাটা রুটে অটো চালিয়ে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। অটোচালকরা ৫০ টাকা মাথাপিছু ভাড়া চাইছেন রুবি মোড় থেকে গড়িয়াহাট যেতে। এমন অভিযোগ পেয়ে লালবাজার নড়েচড়ে বসেছে। কোনওভাবেই যাতে যাত্রীদের উপর পঞ্চমী থেকে অটো জুলুম না চলে, তা নিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Related posts

হাঁচি দিতেই নাক দিয়ে বেরিয়ে আসল ১০ বছর আগে ভেতরে আটকে যাওয়া কয়েন! তারপর..

News Desk

গভীর রাতে ১০০ ডায়াল! পুলিশ বাড়িতে এলে যুবকের অর্ডার, ২ বোতল ঠান্ডা বিয়ার আনো! তারপর..

News Desk

গর্ভবতী করিয়ে টাকা ইনকাম! প্রেমিককে দিয়ে ১৬ বছরের মেয়েকে ধর্ষণ মায়ের

News Desk