কথায় আছে হুজুকে বাঙালি, উৎসব এর জমায়েত থেকে উৎসবের ছুটিতে একটু সময় পেলেই ছুটে চলে যাওয়া ঘুরতে। এসব নিয়েই হুজুকে বাঙালি বেশ ভালোই ছিল করোনা ভাইরাস আসার আগে অবধি, এখন এই করোনাকালে সব কিছু অনেক বদলেছে। কিন্তু উৎসবের মরশুমে ঘুরতে যাওয়া কোনও অংশে কমেনি, তাই ট্রেনেও ভিড় বাড়তে থাকছে। এবার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নতুন নির্দেশিকা জারি করলো ভারতীয় রেল। যখন আপনি দূরে যাত্রা করার কথা ভাবছেন তখন আপনার এই সতর্কবার্তাগুলি জেনে রাখা খুব প্রয়োজন , নাহলে আপনি অনেক বড়ো সমস্যার সম্মুখীন হবেন। অনেক টাকা জরিমানার সাথে তিন থেকে চার বছরের জেল পর্যন্ত হতে পারে। ট্রেনে অগ্নিকান্ড এবং নানা রকম দুর্ঘটনা এড়াতে নতুন ভাবে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় রেল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে , কোন দাহ্য পদার্থ ট্রেনে যাত্রার সময় বহন করা যাবে না। কেরোসিন, পেট্রোল, আতশবাজি এবং গ্যাস সিলিন্ডার ইত্যাদি ভ্রমণের সময় দাহ্য পদার্থ বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এর জন্য আপনার হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের জেল হতে পারে ভারতীয় রেলওয়ে আইন, ১৯৮৯ এর ১৬৪ ধারার অধীনে। এমনকি যদি দাহ্য পদার্থ সহ আপনি ধরা পড়েন সে ক্ষেত্রে দুটোই হতে পারে জরিমানা এবং হাজতবাস। রেল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে।
শুধু তাই নয়, ধূমপান অর্থাৎ সিগারেট বিড়ি খাওয়াও রেলওয়ে পরিসরের মধ্যে শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রেও আপনার তিন বছরের জেল অথবা বড় জরিমানা দিতে হতে পারে ধরা পড়লে। এই সতর্কবার্তা জারি করেছে রেল যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই , শুধু আপনি নিজেই নয় এ ধরনের দাহ্য পদার্থ অন্য কাউকেও বহন করতে দেবেন না।
বর্তমানে অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। সেই কারণে কোনরকম দাহ্য পদার্থ সহ ধরা পড়লে বা ট্রেনের ভিতর ধূমপান করার সময় ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবেন আধিকারিকরা যা রেলওয়ে তরফে জানানো হয়েছে।
আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা করোনা কালে বেশ কিছুদিন বন্ধ থাকলেও। অনেক দূরপাল্লার ট্রেন ইতিমধ্যেই স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। লোকাল ট্রেনও চালু হচ্ছে। তাই অবশ্যই মেনে চলুন এই সতর্কবার্তাগুলি ট্রেনের সফর করার আগে।