হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া এমন একটি মেসেজিং অ্যাপ যা ছাড়া এই প্রজন্মের জীবন যেন অচল। আর বহুল জনপ্রিয় এই অ্যাপ নিয়ে আসে নিত্য নতুন ফিচার যা ইউজারদের জন্যে বিশেষ ভাবে উপযোগী।
অনেক সময় হোয়াটসঅ্যাপের নতুন কিছু ফিচার্স নিয়ে আসে, যেই ফিচারসগুলো সম্পর্কে আমরা অনেক সময়ই জানিনা। যেমন হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি Disappearing Messages Feature নিয়ে এসেছে, যেখানে হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ সম্পূর্ন ভাবে ডিলিট করা যায়। তবে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ থাকে যেগুলো ডিলিট করার পর আমাদের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি কীভাবে সেই ডিলিট মেসেজটি পড়তে পারেন, তা জেনে নিন।
এই ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে গেলে আপনার দরকার একটি থার্ড পার্টি অ্যাপস (Third Party Apps) এর। সবার প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে WhatsRemoved+ অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলেই অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি আপনার কাছ থেকে যে পারমিশন চাইবে সেটিকে স্বীকার (Accept) বা হ্যাঁ (Yes) করুন। এই অ্যাপটি আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন অ্যাপের ব্যাবহারের অনুমতি (Access Permission) দিতে চান।
সেই অ্যাপটির দেওয়া অ্যাপগুলির লিস্টের মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ কে বেছে নিন আর Allow-তে ক্লিক করে দিন। এবার এই থার্ড পার্টি অ্যাপটি হোয়াটসঅ্যাপের প্রত্যেকটি নোটিফিকেশনের অ্যাক্সেস নিয়ে নেবে।
এর পরেই Save Files বিকল্পে আসতে হবে।এর পরেই আপনি একটি পেজে যেতে পারবেন যেখানে হোয়াটসঅ্যাপের সমস্ত ডিলিট হয়ে মেসেজগুলি আপনি দেখতে পারবেন।
এবারে এই অ্যাপের মাধ্যমে থেকে আপনি ওই সব মেসেজও পড়তে পাড়বেন যা ডিলিট করে দেওয়া হয়েছে।
এই অ্যাপের সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপের ছবি এবং ভিডিও রিকভার করতে পাড়বেন, কিন্তু যদি সেই ছবি বা ভিডিওটি মোবাইলে ডাউনলোড না করলে ফিরে পাওয়া সম্ভব নয়।