ফের সাতপাকে বাঁধা পড়ছেন এক হট বলিউড জুটি। চলতি বছরের অর্থাৎ ২০২১ এর শেষেই নাকি বিয়ে করছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিউডের এই জনপ্রিয় তারকা দুজনের বিয়ের জল্পনা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি।
অবশ্য এই বিয়ে ঘিরে জল্পনা ছিলই। বলিউডের বর্তমানে ভীষণ জনপ্রিয় এবং সুদর্শন হিরো ভিকি কৌশলের সঙ্গেই বিগত নাকি বহুদিন গোপনে ডেট করছিলেন ক্যাটরিনা। তবে এটি চলছে মিডিয়াকে আড়াল করেই। এই বছর অগস্টেই গুঞ্জন রটেছিল গোপনে এই হাই প্রোফাইল জুটি নাকি সেরে ফেলেছেন বাগদান। তবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি। কিন্তু এই দুই অভিনেতা-অভিনেত্রী নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বলিউডে আনাচে কানাচে প্রত্যেকেই জানেন ভিকি-ক্যাটের প্রেমের কথা। ক্যাটরিনার ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গিয়েছে, নভেম্বর-ডিসেম্বর নাগাদ নাকি বিয়ে করবেন বলে ঠিক করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা চোখ ধাঁধানো লেহেঙ্গাতেই সাজবেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, পাত্র ভিকি কৌশল বিয়েতে কি পড়বেন সেই পোশাকও নাকি ডিজাইন করে ফেলেছেন তিনি।
আপাতত এই খবরে ঘিরেই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই খবরে সত্যতা কতটা? মুখ খুললেন ক্যাটরিনা স্বয়ং। বলিউডের এক নামকরা সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্নের সন্মুখীন হয়ে ক্যাটরিনা বলেছেন, “ বিয়ে কবে করছি এই প্রশ্নটা আমি গত ১৫ বছর ধরে শুনছি”। বোঝাই যাচ্ছে হ্যাঁ বা না উত্তর না দিয়ে কৌশলে বিয়ের প্রসঙ্গে এড়িয়ে গিয়েছেন ক্যাট।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর একটি টিভি শো-য়ে উপস্থিত হয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের ডেট করার খবর নিশ্চিত সিলমোহর দিয়েছেন।
অবশ্য এর আগেও অনেক জল্পনা ঘুরেছে ক্যাটরিনা কাইফকে ঘিরে। বলিউডে পা রেখেই সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। সেই সম্পর্কের পর রণবীর কাপুরের সঙ্গেও ডেট করেছিলেন বেশকিছুদিন। এরপর সেই সম্পর্ক ভেঙ্গে গেলে কিছুদিন পর থেকেই ভিকির সঙ্গে নাম জড়ায় তাঁর। অন্যদিকে কাটরিনা কে ডেট করার আগে হরলিন শেঠির সঙ্গে সম্পর্কে ছিলেন ভিকি কৌশল, নিজেই সে কথা জানিয়েছিলেন। যদিও ক্যাটরিনা বা ভিকি যতক্ষণ না এ বিষয়ে সুনিশ্চিত কিছু বলছেন ততক্ষণ তা নিয়ে জল্পনা থাকবেই।