Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

টয়লেটের দেওয়ালের পেছনে গোপন কুঠুরি, তার ভেতরে দেদার যৌনাচার! পর্দা ফাঁস পুলিশের

এমনি দেখলে ভাববেন টাইলস বসানো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের দেওয়াল। কিন্তু আদতে সেই দেওয়ালের অপরপ্রান্তে চলতো যৌনচক্র (Sex Racket)। পুলিশের সন্দেহ হয়েছিল বেশ কদিন ধরেই তারপরই পুলিশের অভিযানে ফাঁস হল ‘ যৌনচক্র ‘। পুলিশ আধিকারিকরা এই ঘটনায় রীতিমতো হতবাক হয়েছে গিয়েছেন।

কর্ণাটক পুলিশ রীতিমতো পর্দাফাস করলো এক বিরাট যৌনচক্রের । তিনজন কে এই ঘটনায় আটক করেছে পুলিশ। পুলিস আরও জানিয়েছে যে , যৌন চক্রটি একটি হোটেলে চলতো। ওই যৌনচক্র এই হোটেলেরই এক টয়লেটের আড়ালে বেশ কদিন ধরেই চলছিল। ওই শৌচালয়ের ঝাঁ চকচকে টাইলস বসানো দেওয়ালের একটা বিশেষ জায়গায় এক দরজা আছে, যা সাধারণত বোঝা যায়না । ওই কুকীর্তির স্থানে এই দরজা দিয়েই যাওয়া আসা করতো নারী পুরুষেরা। ওই দেওয়ালের পিছনেই চলতো কুকীর্তি।

পুলিশের বেশ কদিন ধরেই সন্দেহ ছিল, এরপর এক গোপন সূত্রে খবর পেয়ে কর্ণাটক পুলিশ ওই হোটেলে অভিযানে চালায়। এরপর ওই শৌচালয়ের দেওয়ালের কাছে যখন তারা যায়, রীতিমতো হতবাক হয়েছে যান অফিসাররা। দেওয়াল ঠেলতেই খুলে যায় ওই ছোট্ট দরজা। তারপর পুলিশকে দেখে সেই দরজার উল্টো দিক থেকে পুরুষ এবং মহিলারা একে একে বাইরে বেরিয়ে আসে। এখনও অবধি এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিস। যৌনচক্রের এরকম চিন্তা ভাবনা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন পুলিস কর্মীরা। ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিড়িয়ায় ভাইরাল।   

Related posts

বাপের বাড়ি থেকে কিছুতেই ফিরছেন না স্ত্রী! শ্বশুরবাড়িতে পৌঁছে মর্মান্তিক কান্ড ঘটালেন স্বামী

News Desk

একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, মত্ত শ্বশুর করেছে যৌন হেনস্থা, একাধিক অভিযোগ নিয়ে হানি সিংয়ের স্ত্রী আদালতে

News Desk

সঙ্গম না করেই প্রেগন্যান্ট তরুণী! কিভাবে? জানলে অবাক হবেন

News Desk