ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পদ্মশ্রীপ্রাপ্ত প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক কেকে আগরওয়াল কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। এই বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞের কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে দিল্লির এইমসে চিকিৎসা চলছিল।
এইমসেই সোমবার রাত্রিবেলা প্রয়াত হন তিনি। এই নিয়ে ভারতে করোনার কারণে প্রাণ হারাচ্ছেন একের পর এক চিকিৎসকের। করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে গিয়ে জীবন হারাতে হচ্ছে তাঁদের। এ পর্যন্ত দেশে ১০০০-এরও বেশি চিকিৎসকের প্রাণ কেরেছে কোভিড। এর মধ্যে বিহারে সর্বাধিক ৭৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৩৪ জন এবং দিল্লিতে ২৭ জন চিকিৎসক মারা গিয়েছেন করোনা ভাইরাসে।
আইএমএ জানিয়েছে ভারতে ১ দিনে করোনায় ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে । চিন্তার কথা এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
আইএমএ তরফে জানা গিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে ভারতে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা ২৬৯।
আইএমএ আরও জানিয়েছে, গত বছর করোনার প্রথম ঢেউয়ে মৃত্যু হয়েছিল প্রায় ৭৩৬ জন চিকিৎসকের। দ্বিতীয় ঢেউয়ের সংখ্যা হিসাব করলে এখনও পর্যন্ত ১০০০ এর কাছাকাছি চিকিৎসক করোনার কারণে প্রাণ হারিয়েছেন। তাই টিকা আসার সাথে সাথেই সবার আগে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু হলেও এখনও অবধি মাত্র ৬৬ শতাংশ সাস্থ্য কর্মীদেরই দু’টি টিকার ডোজ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকার সমস্ত রকমের চেষ্টা করছে যাতে বাকি সকলকেও তাড়াতাড়ি টিকা দেওয়া যায়। না হলে সাস্থ্যকর্মী এই মৃত্যু থামানো যাবে না বলেই আশঙ্কা তাদের।