Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্ত্রীর মেকআপ না পসন্দ! কর্পোরেশনের ইঞ্জিনিয়ার স্বামী কর্মীদের পাঠালেন সেলুন ভাঙতে

‘সাইয়ান ভায়ে কোতওয়াল আব ডর কাহে কা’ এই হিন্দি প্রবাদটি গুরুগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রীর সাথে ভীষণভাবে খাপ খায়। সামনে এসেছে এমনই এক ঘটনা। অভিযোগ, পৌর কর্পোরেশনের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার-এর স্ত্রীর গুরুগ্রামে সেক্টর-38-এ অবস্থিত কাট অ্যান্ড সেলুন থেকে তার রূপচর্চা সম্পর্কিত যা সার্ভিস দেওয়া হয়েছে সেই সার্ভিসগুলি বিশেষ পছন্দ হয়নি। স্ত্রী এই নিয়ে নালিশ করলে ক্ষিপ্ত হয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার ওই ব্যাক্তি প্রথমে সেলুনের কর্মচারীদের হুমকি দেয় এবং পরে পৌরসভার কর্মচারীদের পাঠিয়ে সেলুনে ভাংচুর চালায় ও মারধর করে। সেলুন ম্যানেজারের অভিযোগে অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার-এর বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লির মেহরাউলির বাসিন্দা সন্দীপ কুমার পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, তিনি কাট অ্যান্ড সেলুনে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌর কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার রাকেশ কুমার স্ত্রীকে নিয়ে সেলুনে এসেছিলেন। সেলুন মালিকের সঙ্গে কথা বলার পর জুনিয়র ইঞ্জিনিয়ার’র ফেসিয়াল করানো হয়। এরপর তার স্ত্রী ও আরেক মহিলাকেও নানা সার্ভিস সংক্রান্ত সুযোগ সুবিধা আর অফার দেওয়া হয়। সেলুনে কর্মরত মহিলা কর্মচারী তাকে আলাদা রুমে নিয়ে যান। কিছুক্ষণ পর ইঞ্জিনিয়ার-এর স্ত্রী ফোন করে জানান যে তিনি সেলুনে যা সার্ভিস দেওয়া হচ্ছে তাতে তিনি ঠিক সন্তুষ্ট নন।

এর পরে জুনিয়র ইঞ্জিনিয়ার রাকেশ কুমার তার অন্যান্য কর্মচারীদের সাথে সেলুনে আসেন। তিনি সেখানকার স্টাফদের গালিগালাজ করেন আর হুমকিও দেন। তাদের যা সার্ভিস দেওয়া হয়েছিল সেই বাবদ পাঁচ হাজার টাকা বিল হয়েছিল কিন্তু ওই ব্যক্তি এক টাকাও না দিয়ে স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর পৌর করপোরেশনের কর্মীরা একটি জিপ নিয়ে সেখানে এসে সেলুনের সাইন বোর্ড ভেঙে ফেলে।

এই ঘটনার বিষয়ে পৌর কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার রাকেশ বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভুল। সেলুনে ব্যবস্থা নিতে তিনি কোনো দল পাঠাননি। শুক্রবার তিনি ছুটিতে ছিলেন।

সেলুন ম্যানেজারের অভিযোগে অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার এর বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।

Related posts

ঘুর্নিঝড় ইয়াসের ল্যান্ডফল, লণ্ডভণ্ড দিঘা, তাজপুর, উদয়পুর

News Desk

শাশুড়ি আর ননদের উপর চড়াও হয়ে মারধর পুত্রবধূর, ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য

News Desk

কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে তালিবানের ‘সাহায্য’ চেয়ে আফগানিস্তানে পুলওয়ামা হামলার মূলচক্রী মাসুদ আজহার

News Desk