Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হানিমুনের গিয়ে স্ত্রীর কাছে স্বামী বললেন, আমি তো পুরুষ নয়। অতঃপর…

পৃথিবীতে সব পবিত্র কিছুর মতই বিয়েটাও একটা পবিত্র বন্ধন৷ বিয়ের বাঁধন সাত জন্মের মিলনে পরস্পর কে আবদ্ধ করে৷ তাই গুরুজনেরা একে অপরের সঙ্গে মিলে মিশে থাকার পরামর্শ দেন ৷ স্বামী-স্ত্রী সব কাজ একে অন্যের সঙ্গে ভাগ করে নেন৷ তবে যে বিয়ের কথা বলা হচ্ছে সেখানে মধুচন্দ্রিমার রাতেই ফাঁস হল এক গোপন তথ্য, তা শুনেই অবাক হলেন স্ত্রী।

jack and herby relationship
  • প্রেম ছিল আগে থেকে৷ তারপর বিয়ে হয় ৷ বিয়ের পর স্বামী-স্ত্রী হানিমুনে যান৷ আর সেখানে গিয়ে স্ত্রী জানতে পারেন তাঁর স্বামী পুরুষ নন ৷ ট্রান্সজেন্ডার বা বৃহন্নলা তিনি৷

ঘটনাটি ইংল্যান্ডে ঘটে৷ এক ব্রিটিশ গ্রাফিক ডিজাইনার বিয়ে করেন এক মার্কিন মহিলার সঙ্গে৷ তারপর সত্য ফাঁস হয়৷ এই খবরটি প্রকাশ পয়েছে মিরর ডট ইউকে-তে৷

জানা যায় যে ২০০৭-এ এই ৩৩ বছর বয়সি জ্যাক এবং ৩০ বছর বয়সি হার্বির দেখা হয়৷ তাঁদের সাক্ষাৎ হয় সমাজ মাধ্যমে ৷ তারপর আস্তে আস্তে পরস্পরকে প্রেম নিবেদন করেন তাঁরা৷ তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিয়ের৷ ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন৷ দু’মাস পর মধুচন্দ্রিমায় যান তাঁরা ৷

মধুচন্দ্রিমায় গিয়ে জ্যাক নিজের মনের কথা খুলে বলেন তাঁর স্ত্রীর কাছে ৷ তিনি মনে প্রাণে একজন মহিলা এবং নিজের পুরুষ শরীরের বদলও চান এই কথা তার স্ত্রী কে জানান ৷ অর্থাৎ নিজের লিঙ্গ তিনি পরিবর্তন করতে চান৷ এতে হার্বিও আপত্তি জানান না৷ মেনে নেন খুশি মনেই ৷

নিজেই ৪৫হাজার পাউন্ড খরচ করেন হার্বি স্বামীর ইচ্ছাপূরণে৷ জ্যাকের দারুণ স্টাইলিং করানো হয়লিঙ্গ পরিবর্তনের পর ৷ এখন তাঁর নাম রিয়ানা৷

আরও একবার জ্যাক এবং হার্বি বিয়ে করছেন৷ হার্বি নতুন রূপে জ্যাক ওরফে রিয়ানাকে স্বীকার করে নিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় এরা এবং এদের বহু ভক্ত সংখ্যা রয়েছে৷

Related posts

এই করোনা অতিমারীতে মদের ব্যবসা রমরমা হলেও বিয়ারে টান পড়েছে

News Desk

দুই রাশির জাতককে ভেবে করতে হবে অর্থব্যয়ে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফল!

News Desk

কলকাতার এই বাজারে ভীষণ সস্তায় মিলছে খাসির মাংস!

News Desk